০৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

তদন্ত চায় জাতিসংঘ,গাজায় ত্রাণ বিতরণকেন্দ্রে হত্যাকাণ্ড,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৬১৬

গাজায় একটি ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে ফিলিস্তিনিদের হত্যার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গত রোববার গাজার দক্ষিণের শহর রাফায় ত্রাণ সংগ্রহ করতে ফিলিস্তিনিরা একটি ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে অপেক্ষা করার সময় ইসরাইলি বাহিনী ভিড় লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিবিসির খবরে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলে রাফাহ শহরে ত্রাণ কেন্দ্রটিতে ওই ঘটনার সময় লোকজন ত্রাণের জন্য অপেক্ষমান ছিল। যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত একটি ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

রেডক্রস বলেছে, হতাহত ১৭৯ জনকে তাদের হাসপাতালে আনা হয়েছে, তাদের মধ্যে ২১ জন মারা গেছেন। তবে গাজার বেসামরিক নিরাপত্তা সংস্থা এ ঘটনায় ৩১ জন নিহত হওয়ার কথা জানিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী রোববারই তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের সেনারা ওই স্থানের আশপাশে বা ভেতরে কোনো বেসামরিক মানুষের ওপর গুলি চালায়নি।

এদিকে একই ঘটনা মঙ্গলবারও ঘটেছে। খাবার আনতে গিয়ে নতুন করে লাশ হয়ে ফিরেছেন ২৭ ফিলিস্তিনি। দখলদার ইসরাইলের সেনারা এদিন গাজায় ত্রাণ বিরতণ কেন্দ্রের কাছে গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরাইল আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে গাজায় প্রবেশের অনুমতি দেয় না। ফলে সেখানে কী ঘটছে, তা যাচাই করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গতকাল সোমবার এক বিবৃতিতে বলেন, গাজায় রোববার ত্রাণ নিতে গিয়ে ফিলিস্তিনিদের নিহত ও আহত হওয়ার যে খবর পাওয়া গেছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত। আমি এ ঘটনার একটি দ্রুত ও স্বাধীন তদন্তের আহ্বান জানাচ্ছি এবং যারা এ ঘটনায় দায়ী, তাদের জবাবদিহির আওতায় আনার দাবি করছি।

 

সর্বাধিক পঠিত

বেনাপোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

তদন্ত চায় জাতিসংঘ,গাজায় ত্রাণ বিতরণকেন্দ্রে হত্যাকাণ্ড,

আপডেট: ০৫:৩৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

গাজায় একটি ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে ফিলিস্তিনিদের হত্যার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গত রোববার গাজার দক্ষিণের শহর রাফায় ত্রাণ সংগ্রহ করতে ফিলিস্তিনিরা একটি ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে অপেক্ষা করার সময় ইসরাইলি বাহিনী ভিড় লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিবিসির খবরে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলে রাফাহ শহরে ত্রাণ কেন্দ্রটিতে ওই ঘটনার সময় লোকজন ত্রাণের জন্য অপেক্ষমান ছিল। যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত একটি ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

রেডক্রস বলেছে, হতাহত ১৭৯ জনকে তাদের হাসপাতালে আনা হয়েছে, তাদের মধ্যে ২১ জন মারা গেছেন। তবে গাজার বেসামরিক নিরাপত্তা সংস্থা এ ঘটনায় ৩১ জন নিহত হওয়ার কথা জানিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী রোববারই তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের সেনারা ওই স্থানের আশপাশে বা ভেতরে কোনো বেসামরিক মানুষের ওপর গুলি চালায়নি।

এদিকে একই ঘটনা মঙ্গলবারও ঘটেছে। খাবার আনতে গিয়ে নতুন করে লাশ হয়ে ফিরেছেন ২৭ ফিলিস্তিনি। দখলদার ইসরাইলের সেনারা এদিন গাজায় ত্রাণ বিরতণ কেন্দ্রের কাছে গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরাইল আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে গাজায় প্রবেশের অনুমতি দেয় না। ফলে সেখানে কী ঘটছে, তা যাচাই করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গতকাল সোমবার এক বিবৃতিতে বলেন, গাজায় রোববার ত্রাণ নিতে গিয়ে ফিলিস্তিনিদের নিহত ও আহত হওয়ার যে খবর পাওয়া গেছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত। আমি এ ঘটনার একটি দ্রুত ও স্বাধীন তদন্তের আহ্বান জানাচ্ছি এবং যারা এ ঘটনায় দায়ী, তাদের জবাবদিহির আওতায় আনার দাবি করছি।