ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আবারও স্পষ্ট করে জানিয়েছেন, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। তিনি শুক্রবার পশ্চিম তীরের বিতর্কিত ই-ওয়ান বসতি সম্প্রসারণ প্রকল্প অনুমোদনের সময় বলেন, “এ ভূমি আমাদের।”
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু পশ্চিম তীরে ই-ওয়ান প্রকল্প আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন কার্যত অসম্ভব হয়ে যাবে।
প্রকল্পের আওতায় মা’লে আদুমিমে নতুন ৩,৪০০টি বাড়ি নির্মাণ করা হবে। এর ফলে পশ্চিম তীরের একটি বড় অংশ পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হবে এবং ইসরায়েলি বসতিগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাবে। নেতানিয়াহু জানিয়েছেন, তিনি শহরের জনসংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা করছেন।
আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে, ১৯৬৭ সালের পর থেকে দখলকৃত পশ্চিম তীরের সব ইসরায়েলি বসতি অবৈধ। আল-জাজিরার প্রতিবেদক হামদাহ সালহুত বলেন, সম্প্রসারণ প্রকল্পটি পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ভৌগোলিক সংযোগ ক্ষতিগ্রস্ত করবে এবং দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা আরও সংকীর্ণ করবে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনাহ বলেন, “পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া কোনো স্থায়ী শান্তি সম্ভব নয়।” তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
নেতানিয়াহু দীর্ঘদিন ধরে অধিকৃত অঞ্চলে বসতি স্থাপন ও ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধী। ১৯৯০-এর দশকে অসলো চুক্তির বিরোধিতা, ২০০১ সালে ফাঁস হওয়া এক ভিডিওতে চুক্তি বাতিলের দাবি এবং ১৯৯৭ সালে পূর্ব জেরুজালেমে হার হোমা বসতি নির্মাণে তার ভূমিকা এই নীতি প্রমাণ করে। সম্প্রতি কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও জানিয়েছিলেন, ই-ওয়ান প্রকল্প ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে ফেলবে।