বেনাপোল, যশোর: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক সফল অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল আটক করেছে। শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ তারিখে চালানো এই অভিযানে আটককৃত সামগ্রীর মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় সতেরো লক্ষ টাকা।
৪৯ বিজিবির টহল দল বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটের পাশাপাশি শাড়ী, কম্বল এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। আটককৃত মালামালের বাজার মূল্য ১৭,৫৩,৮০০/- (সতেরো লক্ষ তিপ্পান্ন হাজার আটশত) টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান চক্রকে আটক করার উদ্দেশ্যে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযানিক কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযানে এই মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। তিনি আরও নিশ্চিত করেন, দেশের সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই কঠোরভাবে অব্যাহত থাকবে।
স্বাক্ষরিত:
লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি
অধিনায়ক, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)
পরিচালক
১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
শিরোনাম:
যশোর সীমান্তে ৪৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও চোরাচালানী সামগ্রী আটক
-
নিউজ ডেস্ক
- আপডেট: ১০:০৫:১২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- ৫১৪
সর্বাধিক পঠিত