বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন যে তিনি খুব দ্রুতই দেশে ফিরবেন। ৬ অক্টোবর (সোমবার) বিবিসি বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন।
দেশে ফেরা ও নির্বাচনের প্রসঙ্গে বক্তব্য
সাক্ষাৎকারটির প্রথম পর্ব বিবিসি বাংলার ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “কিছু সংগত কারণে এখনো দেশে ফেরা সম্ভব হয়নি, তবে সময় এসে গেছে। ইনশাআল্লাহ, খুব শিগগির দেশে ফিরব।”
নির্বাচনকে কেন্দ্র করে দেশে ফেরার বিষয়ে তাঁর ইচ্ছা প্রকাশ করে তিনি আরও বলেন, “আমি একজন রাজনৈতিক কর্মী। যেখানে একটি গণপ্রত্যাশিত নির্বাচন হবে, সেখানে আমি জনগণের সঙ্গে থাকব এই ইচ্ছা, আগ্রহ ও সর্বোচ্চ চেষ্টা থাকবে।”
০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
শিরোনাম:
দেশে ফেরার ঘোষণা দিলেন তারেক রহমান: ‘খুব শিগগির ফিরব’
-
নিউজ ডেস্ক
- আপডেট: ০২:২০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- ৫০৭
সর্বাধিক পঠিত