যশোর প্রতিনিধি:
যশোরের চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশে পূজা মণ্ডপগুলোতে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
সোমবার চৌগাছা উপজেলা এবং মঙ্গলবার ঝিকরগাছা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে এই অর্থ সহায়তা প্রদান করেন যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান।
অর্থ বিতরণকালে বিএনপি নেতা মিজানুর রহমান খান বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সেজন্য বিএনপি সর্বাত্মক সহযোগিতা করছে। তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বর্তমানে কিছু মহল দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে তিনি সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক আলীবদ্দি খান আলী প্রমুখ।
১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
শিরোনাম:
তারেক রহমানের পক্ষে চৌগাছা-ঝিকরগাছায় পূজা মণ্ডপে নগদ অর্থ বিতরণ
-
নিউজ ডেস্ক
- আপডেট: ০৮:২১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- ৫১৩
সর্বাধিক পঠিত