১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র মুক্তির দাবিতে বেনাপোলে মানববন্ধন ও সড়ক অবরোধ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ৫১৬

বেনাপোল প্রতিনিধি:
দৈনিক লোকসমাজ ও দৈনিক দিনকাল পত্রিকার শার্শা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি’র বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে বেনাপোলে মানববন্ধন, প্রতিবাদ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন যশোর ও শার্শা উপজেলার সাংবাদিকরা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক নেতারা শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি আব্দুল আলিমকে) সরাসরি দায়ী করেন। বক্তারা বলেন, একজন সাংবাদিকের ওপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ঘটনার নেপথ্যে প্রশাসনের একাংশের ভূমিকা রয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বক্তারা অবিলম্বে সাত দিনের মধ্যে ওসি আব্দুল আলিমকে অপসারণের দাবি জানান। তারা সতর্ক করে বলেন, এই দাবি না মানা হলে সাংবাদিক সমাজ বেনাপোলকে অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে। তাঁরা বলেন, কোনো সাংবাদিকের ওপর অন্যায় হলে তা পুরো সাংবাদিক সমাজের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে।
মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আনোয়ারুল কবির নান্টু। তিনি অবিলম্বে মামলা প্রত্যাহার ও মনি’র মুক্তি দাবি করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহম্মেদ এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম।
এ সময় শার্শা উপজেলা ঐক্য পরিষদ, শার্শা প্রেসক্লাব, বেনাপোল প্রেসক্লাব, বন্দর প্রেসক্লাব, সীমান্ত প্রেসক্লাব, বাগআঁচড়া প্রেসক্লাব, ঝিকরগাছা প্রেসক্লাব, বাঁকড়া প্রেসক্লাবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর শার্শায় এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে একটি মহল মনি’র বিরুদ্ধে তার পরিবারকে দিয়ে মামলা দায়ের করে। অভিযোগ উঠেছে, তদন্ত ছাড়াই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ বিরাজ করছে।

সর্বাধিক পঠিত

বেনাপোল সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ

সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র মুক্তির দাবিতে বেনাপোলে মানববন্ধন ও সড়ক অবরোধ

আপডেট: ০৮:১৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

বেনাপোল প্রতিনিধি:
দৈনিক লোকসমাজ ও দৈনিক দিনকাল পত্রিকার শার্শা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি’র বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে বেনাপোলে মানববন্ধন, প্রতিবাদ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন যশোর ও শার্শা উপজেলার সাংবাদিকরা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক নেতারা শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি আব্দুল আলিমকে) সরাসরি দায়ী করেন। বক্তারা বলেন, একজন সাংবাদিকের ওপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ঘটনার নেপথ্যে প্রশাসনের একাংশের ভূমিকা রয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বক্তারা অবিলম্বে সাত দিনের মধ্যে ওসি আব্দুল আলিমকে অপসারণের দাবি জানান। তারা সতর্ক করে বলেন, এই দাবি না মানা হলে সাংবাদিক সমাজ বেনাপোলকে অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে। তাঁরা বলেন, কোনো সাংবাদিকের ওপর অন্যায় হলে তা পুরো সাংবাদিক সমাজের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে।
মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আনোয়ারুল কবির নান্টু। তিনি অবিলম্বে মামলা প্রত্যাহার ও মনি’র মুক্তি দাবি করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহম্মেদ এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম।
এ সময় শার্শা উপজেলা ঐক্য পরিষদ, শার্শা প্রেসক্লাব, বেনাপোল প্রেসক্লাব, বন্দর প্রেসক্লাব, সীমান্ত প্রেসক্লাব, বাগআঁচড়া প্রেসক্লাব, ঝিকরগাছা প্রেসক্লাব, বাঁকড়া প্রেসক্লাবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর শার্শায় এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে একটি মহল মনি’র বিরুদ্ধে তার পরিবারকে দিয়ে মামলা দায়ের করে। অভিযোগ উঠেছে, তদন্ত ছাড়াই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ বিরাজ করছে।