যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে আটক হওয়া এক বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আটকের ঘটনা ও ফেরত প্রক্রিয়া
গত ৫ অক্টোবর বিকেলে সীমান্ত অতিক্রমের অভিযোগে মোর্শেদ মণ্ডল (৫৫) নামে ওই ব্যক্তিকে ভারতের তেতুলবাড়িয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা আটক করে। মোর্শেদ মণ্ডল যশোরের শার্শা উপজেলার বাগাছড়া গ্রামের হায়দার মণ্ডলের পুত্র।
পরদিন ৬ অক্টোবর দুপুর ২টার দিকে সীমান্ত পিলার ১৭/৭-এস ২৫আর সংলগ্ন এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে গোগা বিজিবি ক্যাম্পের সুবেদার তরিকুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল এবং ভারতের পক্ষে বিএসএফের তেতুলবাড়িয়া ক্যাম্পের এসি প্রবীণ চন্দ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল অংশ নেয়।
আলোচনার পর বিএসএফ মোর্শেদ মণ্ডলের জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে তাঁকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে।
গোগা বিজিবির সুবেদার তরিকুল ইসলাম জানান, ফেরত পাওয়া এই বাংলাদেশির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
শিরোনাম:
শার্শা সীমান্তে আটক বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ
-
নিউজ ডেস্ক
- আপডেট: ০২:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- ৫০৮
সর্বাধিক পঠিত