সাতক্ষীরার সিভিল সার্জনকে অপসারণের দাবিতে মানববন্ধন:
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের অপসারণের দাবিতে সোমবার (০৬ অক্টোবর) সকালে জেলাবাসীর ব্যানারে সিভিল সার্জন অফিস ঘেরাও ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আচমকা এই কর্মসূচি পালিত হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মানববন্ধনে অংশ নেওয়া লোকজনকে ফিরিয়ে দেয়।
মূল ধারার গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানা যায়, এই কর্মসূচির নেপথ্যে রয়েছেন সাতক্ষীরা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক কর্মকর্তা ডাঃ শেখ ফয়সাল আহমেদ, যিনি জেলার বিতর্কিত চিকিৎসক হিসেবে পরিচিত। তার ক্লিনিক ব্যবসা ও দালাল চক্র নিয়ন্ত্রণের স্বার্থে এই কর্মসূচি করানো হয়েছে।
ঘটনার সূত্রপাত: দালাল অপসারণের সিদ্ধান্ত
জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে জেলা প্রশাসকের সভাপতিত্বে স্বাস্থ্য সেবার মানোন্নয়ন বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সিভিল সার্জন, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ইউএনও, চিকিৎসক ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে জেলা প্রশাসক ৫টি বিষয় বাস্তবায়নে নির্দেশ দেন। এর মধ্যে অন্যতম ছিল ‘স্বেচ্ছাসেবক’ নামক দালালদের অপসারণ।
এই সিদ্ধান্তের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর সিভিল সার্জন কর্তৃক সদর হাসপাতালে স্বেচ্ছাসেবক (দালাল) অনুপ্রবেশ বন্ধে একটি আদেশ জারি করা হয়।
ডাঃ ফয়সালের হুমকি ও ষড়যন্ত্র
* মারমুখী আচরণ: দালাল অপসারণের আদেশ জারির দিনই হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক কর্মকর্তা ডাঃ শেখ ফয়সাল আহমেদ সিভিল সার্জনের কক্ষে এসে কর্মকর্তা-কর্মচারীদের সামনে মারমুখী কায়দায় পত্রটি বাতিল করতে বলেন।
* গালাগাল ও হুমকি: সিভিল সার্জন তাতে অসম্মতি জানালে ডাঃ ফয়সাল তাকে গালাগাল ও হুমকি দিয়ে চলে যান।
* মহাপরিচালককে চিঠি: এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম রবিবার (০৫ অক্টোবর) মহাপরিচালক বরাবর ডাঃ ফয়সাল আহমেদের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দেন।
* ভাড়াটে মানববন্ধনের অভিযোগ: এই চিঠির কথা জানতে পেরেই ডাঃ ফয়সাল আহমেদ তার নিয়ন্ত্রিত দালাল চক্রকে ব্যবহার করে ভাড়া করা লোক দিয়ে রাতারাতি সিভিল সার্জনকে অপসারণের দাবিতে এই মানববন্ধন ও অফিস ঘেরাও কর্মসূচিটি করান বলে অভিযোগ উঠেছে।
ডাঃ ফয়সাল আহমেদের বিরুদ্ধে পূর্বের অভিযোগ
আওয়ামী পন্থি চিকিৎসক সংগঠনের প্রতাপশালী নেতা এবং জেলা কমিটির গ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডাঃ শেখ ফয়সাল আহমেদ এর আগেও নানাবিধ অপকর্মের কারণে জেলায় আলোচিত। তার বিরুদ্ধে সাংবাদিক পেটানো, গ্রাম ডাক্তার দিয়ে অপারেশন করে রোগীদের অঙ্গহানি, ভুল চিকিৎসায় গর্ভবতী হত্যা সহ নানা গুরুতর অভিযোগ রয়েছে। তার একটি বিশাল সন্ত্রাসী বাহিনীও রয়েছে বলে সূত্র জানায়।
সিভিল সার্জন ও প্রশাসনের বক্তব্য
* সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দালাল বন্ধ করায় ডাঃ ফয়সাল আহমেদের ক্লিনিক ব্যবসায় ক্ষতি হওয়ায় তিনি লোক ভাড়া করে এই অপপ্রচার ও মব সৃষ্টি করেছেন। তিনি ডিসি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন।
* অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস বলেন, সরকারি নিয়মে ‘স্বেচ্ছাসেবক’ নামে কিছু নেই, এরা মূলত দালাল। জেলা প্রশাসক তাদের অপসারণের জন্য চিঠি দিয়েছেন।
* সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মানববন্ধনকারীরা শান্তিপূর্ণভাবে চলে যায়। তবে কর্মসূচিটি সম্পর্কে তাদের কাছে আগে থেকে কোনো তথ্য ছিল না।
এই বিষয়ে জানতে চাইলে সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডাঃ শেখ ফয়সাল আহমেদ পরে কথা বলবেন বলে জানিয়েছেন।
০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
শিরোনাম:
সাতক্ষীরার সিভিল সার্জনকে অপসারণের দাবিতে মানববন্ধন: নেপথ্যে দালাল-ক্লিনিক নিয়ন্ত্রণ বিতর্ক
-
নিউজ ডেস্ক
- আপডেট: ০২:০০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- ৫০৯
সর্বাধিক পঠিত