১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

শার্শার কায়বা ইউনিয়ন বিএনপি নেতা মতিয়ার রহমানের ইন্তেকাল: জানাজায় মফিকুল হাসান তৃপ্তি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ৫১৪

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা, সহসভাপতি ও ১নং ওয়ার্ডের সভাপতি মতিয়ার রহমান (৬৫) আর নেই। সোমবার রাতে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে ওই ইউনিয়নের রুদ্রপুর গ্রামে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি রুদ্রপুর গ্রামের মৃত রুস্তম আলী হাজির ছেলে। রাজনৈতিক জীবনে তিনি বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
মৃতের ছেলে ইকবাল হোসেন জানান, মতিয়ার রহমান গত দুই বছর ধরে স্ট্রোকজনিত রোগে ভুগছিলেন। পরবর্তীতে কিডনি ও রক্তশূন্যতাসহ নানা জটিলতায় আক্রান্ত হন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার রাতে তিনি মারা যান।
এই প্রবীণ বিএনপি নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান সহ শার্শা উপজেলা ও কায়বা ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত

বেনাপোল সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ

শার্শার কায়বা ইউনিয়ন বিএনপি নেতা মতিয়ার রহমানের ইন্তেকাল: জানাজায় মফিকুল হাসান তৃপ্তি

আপডেট: ০৮:১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা, সহসভাপতি ও ১নং ওয়ার্ডের সভাপতি মতিয়ার রহমান (৬৫) আর নেই। সোমবার রাতে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে ওই ইউনিয়নের রুদ্রপুর গ্রামে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি রুদ্রপুর গ্রামের মৃত রুস্তম আলী হাজির ছেলে। রাজনৈতিক জীবনে তিনি বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
মৃতের ছেলে ইকবাল হোসেন জানান, মতিয়ার রহমান গত দুই বছর ধরে স্ট্রোকজনিত রোগে ভুগছিলেন। পরবর্তীতে কিডনি ও রক্তশূন্যতাসহ নানা জটিলতায় আক্রান্ত হন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার রাতে তিনি মারা যান।
এই প্রবীণ বিএনপি নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান সহ শার্শা উপজেলা ও কায়বা ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।