দুর্গাপূজা উপলক্ষে আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হলেও, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের ছুটি বাতিল করেছে। এই সিদ্ধান্তের ফলে কাস্টমস ও বেনাপোল বন্দরে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখা হয়েছে। বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার তৌফিকুর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আজ সকালে সরেজমিনে দেখা যায়, এনবিআর-এর নির্দেশে কাস্টমস কর্মকর্তারা অফিসে উপস্থিত থেকে কাজ করছেন। তবে ব্যবসায়ীদের উপস্থিতি ছিল অত্যন্ত নগণ্য। ফলস্বরূপ, কর্মকর্তা উপস্থিত থাকা সত্ত্বেও রাজস্ব আদায় কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। কাস্টমস সূত্র অনুযায়ী, মূলত ব্যবসায়ীদের অনুপস্থিতির কারণেই কার্যক্রম সীমিত হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা অভিযোগ করেন, কাস্টমস কর্তৃপক্ষ হঠাৎ করেই ছুটির দিনে কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছে। তাঁদের বক্তব্য, যদি অন্তত দুই-এক দিন আগে এই সিদ্ধান্তের কথা জানানো হতো, তবে ব্যবসায়ীরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে অফিসে উপস্থিত থাকতে পারতেন এবং সরকারের রাজস্ব আদায় সম্ভব হতো। কিন্তু পূজার ছুটির কারণে ব্যবসায়ীদের স্টাফরাও আগে থেকে ছুটি নিয়ে চলে যাওয়ায় কাজ করার মতো লোক নেই।
সবমিলিয়ে, কাস্টমস কর্মকর্তারা উপস্থিত থাকলেও ব্যবসায়ীদের অভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম প্রায় অকার্যকর অবস্থায় রয়েছে।
১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
শিরোনাম:
পূজার ছুটিতেও কাস্টমস চালু: বেনাপোলে ব্যবসায়ীর অভাবে শুল্ক আদায় কার্যত বন্ধ
-
নিউজ ডেস্ক
- আপডেট: ০৪:৪৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- ৫১৫
সর্বাধিক পঠিত