১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

দক্ষিণ এশিয়ায় ভূমিকম্পের ধাক্কা, পাকিস্তানে ৫.৮ মাত্রা, গুজরাটে ১২ ঘণ্টায় ৯ কম্পন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৫২১

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার ভোরে পাকিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার একটি মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। একই সময়ে ভারতের গুজরাট প্রদেশে স্বল্প সময়ের মধ্যে একাধিক ভূমিকম্প রেকর্ড হওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।
পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, শুক্রবার ভোরে তাজিকিস্তান–শিনজিয়াং সীমান্তবর্তী অঞ্চলে ভূপৃষ্ঠের প্রায় ১৫৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটির উৎপত্তি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের প্রভাব শুধু পাকিস্তানেই সীমাবদ্ধ ছিল না; তাজিকিস্তান, চীন ও আফগানিস্তানের বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে জানা যায়, রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের কম্পন টের পাওয়া যায়। তবে এখন পর্যন্ত কোথাও কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে ভারতের গুজরাট রাজ্যের রাজকোট জেলা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার ভোর পর্যন্ত একাধিক ভূমিকম্পে কেঁপে ওঠে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে সেখানে মোট ৯টি ছোট-বড় ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
প্রথম ভূমিকম্পটি বৃহস্পতিবার রাত ৮টা ৪৩ মিনিটে অনুভূত হয় এবং সর্বশেষ কম্পনটি রেকর্ড করা হয় শুক্রবার সকাল ৮টা ৩৪ মিনিটে। রিখটার স্কেলে এসব ভূমিকম্পের মাত্রা ছিল ‘মাইক্রো’ ও ‘মাইনর’ শ্রেণিভুক্ত।
ভারতের আবহাওয়া বিভাগের তথ্যমতে, সবগুলো ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজকোট জেলার উপলেতা শহরের উত্তর-পশ্চিমে প্রায় ২৭ থেকে ৩০ কিলোমিটার দূরে। এসব ভূমিকম্পে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সাধারণত গুজরাটের কচ্ছ অঞ্চল ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত হলেও রাজকোট অঞ্চলে স্বল্প সময়ের মধ্যে একের পর এক ভূমিকম্পের ঘটনা বিশেষজ্ঞদের নজর কেড়েছে। তারা এ ঘটনাকে ‘অস্বাভাবিক’ হিসেবে উল্লেখ করে পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখার কথা জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে : পিস্তল ও ৮০০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৪

দক্ষিণ এশিয়ায় ভূমিকম্পের ধাক্কা, পাকিস্তানে ৫.৮ মাত্রা, গুজরাটে ১২ ঘণ্টায় ৯ কম্পন

আপডেট: ০৯:৩২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার ভোরে পাকিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার একটি মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। একই সময়ে ভারতের গুজরাট প্রদেশে স্বল্প সময়ের মধ্যে একাধিক ভূমিকম্প রেকর্ড হওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।
পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, শুক্রবার ভোরে তাজিকিস্তান–শিনজিয়াং সীমান্তবর্তী অঞ্চলে ভূপৃষ্ঠের প্রায় ১৫৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটির উৎপত্তি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের প্রভাব শুধু পাকিস্তানেই সীমাবদ্ধ ছিল না; তাজিকিস্তান, চীন ও আফগানিস্তানের বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে জানা যায়, রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের কম্পন টের পাওয়া যায়। তবে এখন পর্যন্ত কোথাও কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে ভারতের গুজরাট রাজ্যের রাজকোট জেলা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার ভোর পর্যন্ত একাধিক ভূমিকম্পে কেঁপে ওঠে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে সেখানে মোট ৯টি ছোট-বড় ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
প্রথম ভূমিকম্পটি বৃহস্পতিবার রাত ৮টা ৪৩ মিনিটে অনুভূত হয় এবং সর্বশেষ কম্পনটি রেকর্ড করা হয় শুক্রবার সকাল ৮টা ৩৪ মিনিটে। রিখটার স্কেলে এসব ভূমিকম্পের মাত্রা ছিল ‘মাইক্রো’ ও ‘মাইনর’ শ্রেণিভুক্ত।
ভারতের আবহাওয়া বিভাগের তথ্যমতে, সবগুলো ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজকোট জেলার উপলেতা শহরের উত্তর-পশ্চিমে প্রায় ২৭ থেকে ৩০ কিলোমিটার দূরে। এসব ভূমিকম্পে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সাধারণত গুজরাটের কচ্ছ অঞ্চল ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত হলেও রাজকোট অঞ্চলে স্বল্প সময়ের মধ্যে একের পর এক ভূমিকম্পের ঘটনা বিশেষজ্ঞদের নজর কেড়েছে। তারা এ ঘটনাকে ‘অস্বাভাবিক’ হিসেবে উল্লেখ করে পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখার কথা জানিয়েছেন।