১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

মালয়েশিয়ায় ব্যাপক অভিযান: ৪৬৮ বিদেশি আটক, বাংলাদেশির সংখ্যা ১৭৪

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৫১৮

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার (২০ নভেম্বর) একটি ব্যাপক অভিযান চালিয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘অপ গেমপুর’। এই অভিযানে মোট ৪৬৮ জন বিদেশিকে আটক করা হয়েছে, যার মধ্যে অন্তত ১৭৪ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালিত হয়। ৫৪৭ জন কর্মী ও ইমিগ্রেশন কর্মকর্তার সমন্বয়ে গঠিত দলটি চারটি জোনে অভিযান চালায়, যার মধ্যে ছিল ব্যবসায়িক এলাকা, নির্মাণস্থল এবং সবজি খামার।
সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, অভিযানের সময় বেশিরভাগ বিদেশি সবজি প্যাকিংয়ের কাজে ব্যস্ত থাকায় হঠাৎ শুরু হওয়া এই অভিযান টের পেয়ে পালানোর সুযোগ পাননি।
অভিযানের প্রস্তুতি ও কারণ:
ইমিগ্রেশন ডিরেক্টর-জেনারেল দাতুক জাকারিয়া শাহবান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এক মাস আগে থেকেই এই অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেখা যায় যে সাম্প্রতিক বছরগুলোতে এই জেলাটি বিদেশি শ্রমিকদের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে, বিশেষ করে কৃষিকাজে।
তিনি আরও জানান, পাহাড়ি এলাকা এবং শহর থেকে দূরত্ব থাকার কারণে বিদেশিরা এখানে আসতে আগ্রহী। এছাড়া কিছু স্থানীয় ব্যবসায়ীর মধ্যে বিদেশি কর্মী ব্যবহারের প্রবণতাও এই পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
আটকের তথ্য:
অভিযানে মোট ১ হাজার ৮৮৬ জন বিদেশির পরিচয়পত্র যাচাই করা হয়। বিভিন্ন অপরাধে ৪৬৮ জনকে আটক করা হয়। আটক হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে:
* মেয়াদোত্তীর্ণ পাস
* ভ্রমণ নথি না থাকা
* সন্দেহভাজন ভুয়া কাজের অস্থায়ী ভিজিট পাস প্রদর্শন
আটককৃতদের মধ্যে দেশের ভিত্তিতে সংখ্যাটি নিম্নরূপ:
| দেশ | সংখ্যা |
|—|—|
| মিয়ানমার | ১৭৫ |
| বাংলাদেশ | ১৭৪ |
| ইন্দোনেশিয়া | ৬৭ |
| নেপাল | ২০ |
| পাকিস্তান | ১৬ |
| ভারত | ১১ |
| অন্যান্য (ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও কম্বোডিয়া) | ৫ |
| মোট | ৪৬৮ |
আটককৃতদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। তাদের বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে। আটকের পর তাদেরকে কেলান্তান, পেরাক ও সেলাঙ্গরের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হবে।
ইমিগ্রেশন বিভাগের তথ্যমতে, চলতি বছর জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ৮৩ হাজার ৯৯৪ জন বিদেশিকে বিভিন্ন অনিয়মের অভিযোগে আটক করা হয়েছে।

সর্বাধিক পঠিত

ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধাচরণ: ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের দুই নেতাকে শোকজ করলো কেন্দ্রীয় কমিটি

মালয়েশিয়ায় ব্যাপক অভিযান: ৪৬৮ বিদেশি আটক, বাংলাদেশির সংখ্যা ১৭৪

আপডেট: ০৯:৫১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার (২০ নভেম্বর) একটি ব্যাপক অভিযান চালিয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘অপ গেমপুর’। এই অভিযানে মোট ৪৬৮ জন বিদেশিকে আটক করা হয়েছে, যার মধ্যে অন্তত ১৭৪ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালিত হয়। ৫৪৭ জন কর্মী ও ইমিগ্রেশন কর্মকর্তার সমন্বয়ে গঠিত দলটি চারটি জোনে অভিযান চালায়, যার মধ্যে ছিল ব্যবসায়িক এলাকা, নির্মাণস্থল এবং সবজি খামার।
সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, অভিযানের সময় বেশিরভাগ বিদেশি সবজি প্যাকিংয়ের কাজে ব্যস্ত থাকায় হঠাৎ শুরু হওয়া এই অভিযান টের পেয়ে পালানোর সুযোগ পাননি।
অভিযানের প্রস্তুতি ও কারণ:
ইমিগ্রেশন ডিরেক্টর-জেনারেল দাতুক জাকারিয়া শাহবান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এক মাস আগে থেকেই এই অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেখা যায় যে সাম্প্রতিক বছরগুলোতে এই জেলাটি বিদেশি শ্রমিকদের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে, বিশেষ করে কৃষিকাজে।
তিনি আরও জানান, পাহাড়ি এলাকা এবং শহর থেকে দূরত্ব থাকার কারণে বিদেশিরা এখানে আসতে আগ্রহী। এছাড়া কিছু স্থানীয় ব্যবসায়ীর মধ্যে বিদেশি কর্মী ব্যবহারের প্রবণতাও এই পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
আটকের তথ্য:
অভিযানে মোট ১ হাজার ৮৮৬ জন বিদেশির পরিচয়পত্র যাচাই করা হয়। বিভিন্ন অপরাধে ৪৬৮ জনকে আটক করা হয়। আটক হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে:
* মেয়াদোত্তীর্ণ পাস
* ভ্রমণ নথি না থাকা
* সন্দেহভাজন ভুয়া কাজের অস্থায়ী ভিজিট পাস প্রদর্শন
আটককৃতদের মধ্যে দেশের ভিত্তিতে সংখ্যাটি নিম্নরূপ:
| দেশ | সংখ্যা |
|—|—|
| মিয়ানমার | ১৭৫ |
| বাংলাদেশ | ১৭৪ |
| ইন্দোনেশিয়া | ৬৭ |
| নেপাল | ২০ |
| পাকিস্তান | ১৬ |
| ভারত | ১১ |
| অন্যান্য (ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও কম্বোডিয়া) | ৫ |
| মোট | ৪৬৮ |
আটককৃতদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। তাদের বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে। আটকের পর তাদেরকে কেলান্তান, পেরাক ও সেলাঙ্গরের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হবে।
ইমিগ্রেশন বিভাগের তথ্যমতে, চলতি বছর জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ৮৩ হাজার ৯৯৪ জন বিদেশিকে বিভিন্ন অনিয়মের অভিযোগে আটক করা হয়েছে।