১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে তারেক রহমানের শোক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৫১০

ঢাকাসহ সারাদেশে সাম্প্রতিক ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২১ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তারেক রহমান এই শোক ও সমবেদনা জানান।
বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আজ বাংলাদেশে প্রবল ভূমিকম্পে মানুষের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাভিভূত। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমি ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি গভীর সংহতি ও সহানুভূতি প্রকাশ করছি।”
তিনি মহান রাব্বুল আলামীনের নিকট নিহতদের পরিবারের সদস্যদের শোক সহ্য করার ক্ষমতা দানের জন্য দোয়া করেন।
সরকারের প্রতি সতর্কতা ও দুর্গোযোগ ব্যবস্থাপনার আহ্বান:
তারেক রহমান উল্লেখ করেন যে, সরকার যদি পূর্ব থেকেই সতর্ক থাকত এবং দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতি ঘটানো যেত, তবে মানুষকে সুরক্ষিত রাখা ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো।
তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, “বাংলাদেশের মানুষ নানা প্রাকৃতিক বিপদসংকুল দুর্যোগ মোকাবিলা করে সবসময় সামনের দিকে এগিয়ে গেছে। আজকের ভূমিকম্পেও দেশের মানুষ এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে।”
বিএনপির পক্ষ থেকে তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রয়েছে। বিবৃতিতে তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের আশু সুস্থতা কামনা করেন

সর্বাধিক পঠিত

ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধাচরণ: ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের দুই নেতাকে শোকজ করলো কেন্দ্রীয় কমিটি

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে তারেক রহমানের শোক

আপডেট: ০৮:১৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

ঢাকাসহ সারাদেশে সাম্প্রতিক ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২১ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তারেক রহমান এই শোক ও সমবেদনা জানান।
বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আজ বাংলাদেশে প্রবল ভূমিকম্পে মানুষের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাভিভূত। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমি ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি গভীর সংহতি ও সহানুভূতি প্রকাশ করছি।”
তিনি মহান রাব্বুল আলামীনের নিকট নিহতদের পরিবারের সদস্যদের শোক সহ্য করার ক্ষমতা দানের জন্য দোয়া করেন।
সরকারের প্রতি সতর্কতা ও দুর্গোযোগ ব্যবস্থাপনার আহ্বান:
তারেক রহমান উল্লেখ করেন যে, সরকার যদি পূর্ব থেকেই সতর্ক থাকত এবং দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতি ঘটানো যেত, তবে মানুষকে সুরক্ষিত রাখা ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো।
তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, “বাংলাদেশের মানুষ নানা প্রাকৃতিক বিপদসংকুল দুর্যোগ মোকাবিলা করে সবসময় সামনের দিকে এগিয়ে গেছে। আজকের ভূমিকম্পেও দেশের মানুষ এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে।”
বিএনপির পক্ষ থেকে তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রয়েছে। বিবৃতিতে তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের আশু সুস্থতা কামনা করেন