শুক্রবার (২১ নভেম্বর) সংঘটিত ভূমিকম্পের ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেরে বাংলা ফজলুল হক হলের ছাদ ও দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দেওয়ায় শিক্ষার্থীদের মাঝে তীব্র নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সভা করে ঝুঁকিপূর্ণ হলটির শিক্ষার্থীদের নির্মাণাধীন এএইচএম কামারুজ্জামান হলের নিচতলায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে কর্তৃপক্ষ, হল প্রশাসন এবং শিক্ষার্থী প্রতিনিধিদের অংশগ্রহণে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রশাসনের উদ্যোগ:
সকালের ভূমিকম্পের পর হলটি হেলে পড়া ও বিভিন্ন স্থানে বড় ফাটল দেখা দেওয়ায় শেরে বাংলা হলের শিক্ষার্থীরা হল থেকে নিরাপদ স্থানে স্থানান্তরের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। তাদের এই দাবিতে সংহতি জানায় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। রাকসু নেতারা এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য জুমার নামাজ পর্যন্ত সময় বেঁধে দেন।
পরে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপ-উপাচার্যবৃন্দ, হল প্রশাসন এবং রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সভাতেই ঝুঁকিপূর্ণ শেরে বাংলা ফজলুল হক হলের শিক্ষার্থীদের নির্মাণাধীন কামারুজ্জামান হলে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
শেরে বাংলা ফজলুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ শরিফুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন হলটিতে বৈদ্যুতিক লাইন ও পানির সংকট থাকায় এবং খাটের কাজ শেষ না হওয়ায় শিক্ষার্থীদের ফ্লোরে এবং দুজনের কক্ষে তিনজন করে থাকতে হবে।
এদিকে, হলটির একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, কক্ষ সংযুক্তকরণের কাজ শেষ না হওয়ায় তারা আজ নতুন হলে যাচ্ছেন না। কাজ শেষ হলে আগামীকাল (শনিবার) তারা স্থানান্তরিত হবেন।
মন্নুজান হলেও তীব্র ঝুঁকি:
এদিকে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ভগ্নদশার মন্নুজান হলের সহস্রাধিক শিক্ষার্থীর মাঝেও তীব্র নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। হলটিতে ইলেকট্রিসিটির গোলযোগ, বাথরুমের মরিচা ধরা পাইপ থেকে পানি চুয়ানো এবং ছাদের ঢালাই ও পলেস্তারা খসে পড়ার মতো সমস্যা বিদ্যমান। আজকের ভূমিকম্পে শিক্ষার্থীরা আরও আতঙ্কিত হয়ে পড়েছেন।
এ বিষয়ে রোকেয়া হল সংসদের সহসভাপতি সুমাইয়া জাহান বলেন, হলটির মেয়াদ শেষ হয়ে গেছে বলে ইঞ্জিনিয়ারিং বিভাগ নিশ্চিত করেছে। যেকোনো মেরামতে স্থায়ী সমাধান হবে না। তিনি দ্রুত স্থায়ী সমাধানের ব্যবস্থা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানান।
১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
শিরোনাম:
ভূমিকম্পের পর রাবি’র শেরে বাংলা হলের ছাদ-দেয়ালে ফাটল: শিক্ষার্থীদের নির্মাণাধীন হলে স্থানান্তরের সিদ্ধান্ত
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:৪২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- ৫১০
সর্বাধিক পঠিত




















