যৌতুক হিসেবে ৫ লাখ টাকা দাবি করে না পাওয়ায় স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে প্রকাশের অভিযোগে বিশেষ বাহিনীর সদস্য কাবিরুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) অভয়নগর উপজেলার এক নারী এই মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে অভয়নগর থানাকে এটিকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণ:
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২ সেপ্টেম্বর ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে কাবিরুলের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। কিন্তু বিয়ের পর কাবিরুল স্ত্রীকে নিজের সংসারে না তুলে যৌতুক হিসেবে ৫ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় তিনি স্ত্রীকে মারধর করে চলে যান।
এরপর কাবিরুল মামলা তুলে নেওয়া এবং যৌতুক দেওয়ার জন্য বাদীকে হুমকি দিতে থাকেন। গত ১৮ নভেম্বর তিনি বাদীর নামে একটি ফেক আইডি খুলে তার নগ্ন ছবি আপলোড করেন এবং সেগুলো পরিচিতজনদের কাছে পাঠিয়ে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বাদী আদালতের শরণাপন্ন হলে বিচারক শান্তনু কুমার মণ্ডল মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
শিরোনাম:
যশোরে ৫ লাখ টাকা যৌতুক না দেওয়ায় স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে, বিশেষ বাহিনীর সদস্যের বিরুদ্ধে মামলা
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:২৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- ৫০৮
সর্বাধিক পঠিত




















