সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একে অপরের সাথে কুশল বিনিময় করেছেন।
শুক্রবার (২১ নভেম্বর) বিকালে সেনাকুঞ্জে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পাশের আসনেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বসতে দেখা যায়। এসময় সরকারপ্রধান এবং সাবেক প্রধানমন্ত্রীকে হাসিমুখে কিছুক্ষণ কথা বলতে ও কুশল বিনিময় করতে দেখা যায়।
বিকাল সাড়ে ৪টার দিকে খালেদা জিয়া অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। হুইল চেয়ারে বসে অনুষ্ঠানস্থলে যান সাবেক এই প্রধানমন্ত্রী।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে একই গাড়িতে ছিলেন তাঁর পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান সিঁথি। এছাড়াও, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
উল্লেখ্য, প্রতি বছর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
শিরোনাম:
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কুশল বিনিময়
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৬:১৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- ৫১২
সর্বাধিক পঠিত




















