বেনাপোল (যশোর) প্রতিনিধি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও চলমান আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি’র তিন অঙ্গ-সংগঠনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন মাঠ প্রাঙ্গণে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান মধুর সভাপতিত্বে এবং শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম-এর সঞ্চালনায় সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল সংগঠনের ভিত মজবুত করা। বক্তারা দেশ পুনর্গঠন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে যুবসমাজকে রাজপথে আরও সক্রিয় ও সুসংগঠিত হওয়ার আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, “দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দিতে বিএনপি’র অঙ্গ-সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসন্ন সময়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠ পর্যায়ে সব ভেদাভেদ ভুলে শক্তিশালী সাংগঠনিক অবস্থান তৈরি করা এখন সময়ের দাবি।”
সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন:
* বাবুল হোসেন ও ইমদাদুল হক ইমদাদ (যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদল)।
* রাজেদুর রহমান সাগর (সদস্য সচিব, জেলা স্বেচ্ছাসেবক দল)।
* কামরুজ্জামান বাপ্পি (সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদল)।
এছাড়াও সভায় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন আল-মামুন বাবলু, শহিদুল ইসলাম শহীদ, মফিজুর রহমান বাবু, রায়হানুজ্জামান দিপু, রিপন হোসেন, সেলিম হোসেন আশা, শরিফুল ইসলাম চয়ন এবং সবুজ হোসেন খান প্রমুখ।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সভায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বক্তারা তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে জনগণের অধিকার আদায়ে রাজপথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।





















