০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে : পিস্তল ও ৮০০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৪

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৫০১

নিজস্ব প্রতিবেদক, নড়াইল নড়াইলের লোহাগড়া উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে একটি পিস্তল, এয়ারগান, বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ জানুয়ারি) মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার দিঘলিয়া ও আগ্রাহাটি এলাকায় এই অভিযান চালানো হয় দিঘলিয়া এলাকায় তোফায়েল মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে তার ঘরের ওয়ারড্রব থেকে একটি ৭.৬২ মিলিমিটার চাইনিজ পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেফতার তোফায়েলের দেওয়া তথ্যের ভিত্তিতে আগ্রাহাটি এলাকার ছোটন মোল্যার মাছের ঘেরে অভিযান চালায় যৌথ বাহিনী। সেখান থেকে আরও তিনজনকে আটক করা হয়।

মাছের ঘেরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয়:
* ১টি এয়ারগান।
* প্রায় ৮০০ রাউন্ড গুলি।
* চাপাতি, দা, রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র।
গ্রেফতারকৃতদের পরিচয়তোফায়েল মণ্ডল (২৫), দিঘলিয়া, লোহাগড়া।
* মো. রাসেল বিশ্বাস (১৯), লাহুড়িয়া ডহরপাড়া, লোহাগড়া।
* ইসমাইল হোসেন ওরফে পিন্টু (৫০), শ্যামনগর, সাতক্ষীরা।
* ামিনুর গাজী (৪৫), শ্যামনগর, সাতক্ষীরা।

লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এই নিয়মিত অভিযান চালানো হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত

নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে : পিস্তল ও ৮০০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৪

নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে : পিস্তল ও ৮০০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৪

আপডেট: ০৮:২১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক, নড়াইল নড়াইলের লোহাগড়া উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে একটি পিস্তল, এয়ারগান, বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ জানুয়ারি) মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার দিঘলিয়া ও আগ্রাহাটি এলাকায় এই অভিযান চালানো হয় দিঘলিয়া এলাকায় তোফায়েল মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে তার ঘরের ওয়ারড্রব থেকে একটি ৭.৬২ মিলিমিটার চাইনিজ পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেফতার তোফায়েলের দেওয়া তথ্যের ভিত্তিতে আগ্রাহাটি এলাকার ছোটন মোল্যার মাছের ঘেরে অভিযান চালায় যৌথ বাহিনী। সেখান থেকে আরও তিনজনকে আটক করা হয়।

মাছের ঘেরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয়:
* ১টি এয়ারগান।
* প্রায় ৮০০ রাউন্ড গুলি।
* চাপাতি, দা, রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র।
গ্রেফতারকৃতদের পরিচয়তোফায়েল মণ্ডল (২৫), দিঘলিয়া, লোহাগড়া।
* মো. রাসেল বিশ্বাস (১৯), লাহুড়িয়া ডহরপাড়া, লোহাগড়া।
* ইসমাইল হোসেন ওরফে পিন্টু (৫০), শ্যামনগর, সাতক্ষীরা।
* ামিনুর গাজী (৪৫), শ্যামনগর, সাতক্ষীরা।

লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এই নিয়মিত অভিযান চালানো হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।