রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজারের কলাহাটে ট্রাকচাপায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে কলাহাট এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে হাটের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন।
লপঠিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত চারজনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




















