০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

যশোর-৩: এনসিপি প্রার্থীর মনোনয়নপত্র জমা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৫১১

আসনে এনসিপি (NCP) মনোনীত প্রার্থী খালেদ সাইফুল্লাহ জুয়েলের মনোনয়নপত্র জমা নেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। নির্ধারিত সময় পার হওয়ার অজুহাতে মনোনয়নপত্র গ্রহণ না করায় দায়েরকৃত এক রিট আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ যশোরের রিটার্নিং কর্মকর্তাকে এই নির্দেশ প্রদান করেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিচারপতি রাজিব আলি জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। জুয়েলের পক্ষে রিটকারী আইনজীবী কামরুল আলম কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতের এই আদেশের ফলে জুয়েলের নির্বাচনে অংশগ্রহণের পথ পুনরায় সুগম হলো।

আদালত ও প্রার্থী সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত দিনে খালেদ সাইফুল্লাহ জুয়েল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। তবে সময় পার হয়ে যাওয়ার অজুহাতে তৎকালীন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তার মনোনয়নপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানান।
এ বিষয়ে খালেদ সাইফুল্লাহ জুয়েল অভিযোগ করে বলেন, “আমরা নির্ধারিত সময়ের আগেই কার্যালয়ে পৌঁছে সিরিয়াল নম্বর সংগ্রহ করেছিলাম। তখন কর্মকর্তারা আশ্বস্ত করেছিলেন যে, বিকেল ৫টা পার হলেও সিরিয়ালে থাকা সবার মনোনয়নপত্র নেওয়া হবে। কিন্তু পরবর্তীতে রহস্যজনক কারণে আমার আবেদনটি গ্রহণ করা হয়নি।”

ওই রাতেই রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো সুরাহা না পেয়ে জুয়েল হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। উচ্চ আদালতের এই আদেশের পর তিনি দ্রুতই জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে : পিস্তল ও ৮০০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৪

যশোর-৩: এনসিপি প্রার্থীর মনোনয়নপত্র জমা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

আপডেট: ০৭:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

আসনে এনসিপি (NCP) মনোনীত প্রার্থী খালেদ সাইফুল্লাহ জুয়েলের মনোনয়নপত্র জমা নেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। নির্ধারিত সময় পার হওয়ার অজুহাতে মনোনয়নপত্র গ্রহণ না করায় দায়েরকৃত এক রিট আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ যশোরের রিটার্নিং কর্মকর্তাকে এই নির্দেশ প্রদান করেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিচারপতি রাজিব আলি জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। জুয়েলের পক্ষে রিটকারী আইনজীবী কামরুল আলম কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতের এই আদেশের ফলে জুয়েলের নির্বাচনে অংশগ্রহণের পথ পুনরায় সুগম হলো।

আদালত ও প্রার্থী সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত দিনে খালেদ সাইফুল্লাহ জুয়েল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। তবে সময় পার হয়ে যাওয়ার অজুহাতে তৎকালীন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তার মনোনয়নপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানান।
এ বিষয়ে খালেদ সাইফুল্লাহ জুয়েল অভিযোগ করে বলেন, “আমরা নির্ধারিত সময়ের আগেই কার্যালয়ে পৌঁছে সিরিয়াল নম্বর সংগ্রহ করেছিলাম। তখন কর্মকর্তারা আশ্বস্ত করেছিলেন যে, বিকেল ৫টা পার হলেও সিরিয়ালে থাকা সবার মনোনয়নপত্র নেওয়া হবে। কিন্তু পরবর্তীতে রহস্যজনক কারণে আমার আবেদনটি গ্রহণ করা হয়নি।”

ওই রাতেই রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো সুরাহা না পেয়ে জুয়েল হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। উচ্চ আদালতের এই আদেশের পর তিনি দ্রুতই জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন।