১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

শার্শায় ‘ডেভিল হান্ট’ অভিযানে মাদকসহ আটক ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৫৭০

যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় ১০ পিস ইয়াবাসহ মোসলেম আলী (৫৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক মোসলেম আলী শার্শা থানার আমলাই গ্রামের মৃত দাউদ আলীর ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শার আমলাই গ্রামে জনৈক মিজানুর বিশ্বাসের চায়ের দোকানের সামনে রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোসলেম আলীকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
:
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। তিনি আরও জানান, মোসলেম আলী একজন পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে ইতিপূর্বেও ৩টি মাদক মামলা রয়েছে।
আটক আসামিকে আজ শুক্রবার (৯ জানুয়ারি, ২০২৬) যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

সর্বাধিক পঠিত

নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে : পিস্তল ও ৮০০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৪

শার্শায় ‘ডেভিল হান্ট’ অভিযানে মাদকসহ আটক ১

আপডেট: ০২:৩০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় ১০ পিস ইয়াবাসহ মোসলেম আলী (৫৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক মোসলেম আলী শার্শা থানার আমলাই গ্রামের মৃত দাউদ আলীর ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শার আমলাই গ্রামে জনৈক মিজানুর বিশ্বাসের চায়ের দোকানের সামনে রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোসলেম আলীকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
:
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। তিনি আরও জানান, মোসলেম আলী একজন পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে ইতিপূর্বেও ৩টি মাদক মামলা রয়েছে।
আটক আসামিকে আজ শুক্রবার (৯ জানুয়ারি, ২০২৬) যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।