০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

যশোরে নির্বাচনের নিরাপত্তায় ২০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৫১১

নিজস্ব প্রতিবেদক, যশোর | আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে যশোরসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনী দায়িত্ব পালনে যশোর রিজিয়নে সর্বমোট ২০৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এসব তথ্য জানান।
ব্রিফিংয়ে জানানো হয়, যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনে তিনটি জেলার (যশোর, নড়াইল ও গোপালগঞ্জ) ১১টি সংসদীয় আসনে ২৯ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
* মোতায়েন সময়সীমা: আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ মোতায়েন সম্পন্ন হবে।
* কৌশল: ১১টি অস্থায়ী বেস ক্যাম্পের মাধ্যমে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
* বিশেষ নজরদারি: গুরুত্বপূর্ণ ৭০টি স্থানে স্থায়ী চেকপোস্ট এবং প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তায় বিশেষ টহল জোরদার করা হবে।
এছাড়া যশোর রিজিয়নের বাকি ৬টি ব্যাটালিয়ন ১৫টি জেলার ৫১টি আসনে আরও ১৮০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করবে।
সাফল্যের খতিয়ান: ২০২৩ ও ২০২৫
সংবাদ সম্মেলনে গত এক বছরের চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের সাফল্য তুলে ধরা হয়।
* যশোর রিজিয়ন: কুষ্টিয়া থেকে সাতক্ষীরা পর্যন্ত ৬০০ কিলোমিটার সীমান্তে অভিযান চালিয়ে গত বছর মোট ৩৭৭ কোটি ৪৬ লাখ টাকার মালামাল আটক করেছে, যার মধ্যে ৫৮ কেজি স্বর্ণ এবং বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক রয়েছে।
* ৪৯ ব্যাটালিয়ন: এককভাবে ৮২ কোটি ৪৫ লাখ টাকার চোরাচালান পণ্য এবং ৩ কোটি ২৭ লাখ টাকার মাদকসহ ১৬৫ জন আসামিকে আইনের আওতায় এনেছে।
লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি একটি সুন্দর ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সর্বাধিক পঠিত

নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে : পিস্তল ও ৮০০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৪

যশোরে নির্বাচনের নিরাপত্তায় ২০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট: ০৭:০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক, যশোর | আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে যশোরসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনী দায়িত্ব পালনে যশোর রিজিয়নে সর্বমোট ২০৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এসব তথ্য জানান।
ব্রিফিংয়ে জানানো হয়, যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনে তিনটি জেলার (যশোর, নড়াইল ও গোপালগঞ্জ) ১১টি সংসদীয় আসনে ২৯ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
* মোতায়েন সময়সীমা: আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ মোতায়েন সম্পন্ন হবে।
* কৌশল: ১১টি অস্থায়ী বেস ক্যাম্পের মাধ্যমে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
* বিশেষ নজরদারি: গুরুত্বপূর্ণ ৭০টি স্থানে স্থায়ী চেকপোস্ট এবং প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তায় বিশেষ টহল জোরদার করা হবে।
এছাড়া যশোর রিজিয়নের বাকি ৬টি ব্যাটালিয়ন ১৫টি জেলার ৫১টি আসনে আরও ১৮০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করবে।
সাফল্যের খতিয়ান: ২০২৩ ও ২০২৫
সংবাদ সম্মেলনে গত এক বছরের চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের সাফল্য তুলে ধরা হয়।
* যশোর রিজিয়ন: কুষ্টিয়া থেকে সাতক্ষীরা পর্যন্ত ৬০০ কিলোমিটার সীমান্তে অভিযান চালিয়ে গত বছর মোট ৩৭৭ কোটি ৪৬ লাখ টাকার মালামাল আটক করেছে, যার মধ্যে ৫৮ কেজি স্বর্ণ এবং বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক রয়েছে।
* ৪৯ ব্যাটালিয়ন: এককভাবে ৮২ কোটি ৪৫ লাখ টাকার চোরাচালান পণ্য এবং ৩ কোটি ২৭ লাখ টাকার মাদকসহ ১৬৫ জন আসামিকে আইনের আওতায় এনেছে।
লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি একটি সুন্দর ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”