নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আবু বক্কর ছিদ্দিক (৬৪) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাই হারুনুর রশীদের (৫০) বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত হারুনুর রশীদ পলাতক রয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচারা গ্রামের ছেলামত উল্যার বাড়ির সামনে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় আবু বক্কর ছিদ্দিককে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
নিহত আবু বক্কর ছিদ্দিক তুলাচারা গ্রামের হাজী ছেলামত উল্যার ছেলে। তিনি আট ভাইয়ের মধ্যে একজন। নিহতের মেজো ছেলে আবদুল্লাহ আল ফয়সাল জানান, দীর্ঘদিন ধরে তার বাবা বাড়ির পাশে থাকা কিছু জমিতে ধান চাষ করে আসছিলেন। একইভাবে তার চাচা হারুনুর রশীদও পৃথক জমিতে চাষাবাদ করতেন। তবে সম্প্রতি হারুনুর রশীদ তার বাবার দখলে থাকা ধান ক্ষেতে জোরপূর্বক চাষাবাদ করার হুমকি দিতে থাকেন।
তিনি আরও অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার সকালে বাড়ির সামনের গেটে তার বাবা ও চাচার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হারুনুর রশীদ দা দিয়ে তার বাবার ওপর হামলা চালান। এতে আবু বক্কর ছিদ্দিক গুরুতরভাবে আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে জমি বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
-
নিউজ ডেস্ক - আপডেট: ১১:৪৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- ৫৪১
সর্বাধিক পঠিত




















