১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

উন্মুক্ত হলো জিয়া ও খালেদা জিয়ার সমাধিস্থল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৫৪৬

, ঢাকা: সংস্কার কাজ শেষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকা র্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুর থেকে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করতে পারছেন।
উল্লেখ্য যে, গত বুধবার বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। এরপর বিকেল পৌনে ৫টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে দাফন করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকেই প্রিয় নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যান এলাকায় ভিড় করেন বিপুল সংখ্যক মানুষ। উদ্যানের ভেতরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকায় অনেকে বিজয় সরণি মোড়ে ব্যারিকেডের সামনে অপেক্ষা করেন এবং সড়কেই মোনাজাত করেন। সকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সমাধিস্থলে উপস্থিত হয়ে দুই নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দাফন পরবর্তী কিছু জরুরি সংস্কার কাজের জন্য সকালের দিকে প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছিল। তবে দুপুর থেকে তা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বর্তমানে পুরো উদ্যান এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

সর্বাধিক পঠিত

নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে : পিস্তল ও ৮০০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৪

উন্মুক্ত হলো জিয়া ও খালেদা জিয়ার সমাধিস্থল

আপডেট: ০৩:৫৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

, ঢাকা: সংস্কার কাজ শেষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকা র্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুর থেকে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করতে পারছেন।
উল্লেখ্য যে, গত বুধবার বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। এরপর বিকেল পৌনে ৫টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে দাফন করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকেই প্রিয় নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যান এলাকায় ভিড় করেন বিপুল সংখ্যক মানুষ। উদ্যানের ভেতরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকায় অনেকে বিজয় সরণি মোড়ে ব্যারিকেডের সামনে অপেক্ষা করেন এবং সড়কেই মোনাজাত করেন। সকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সমাধিস্থলে উপস্থিত হয়ে দুই নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দাফন পরবর্তী কিছু জরুরি সংস্কার কাজের জন্য সকালের দিকে প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছিল। তবে দুপুর থেকে তা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বর্তমানে পুরো উদ্যান এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।