১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৫১২

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার প্রক্রিয়া এবং আগামী ১২ ফেব্রুয়ারি ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। এছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নির্বাচনকালীন গণভোটের বিষয়টিও আলোচনায় বিশেষ প্রাধান্য পেতে পারে।

বিএনপির শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের পর এটিই প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। এরপর গত ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণের পর, ৯ জানুয়ারি জাতীয় স্থায়ী কমিটির সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
এর আগে গত বছরের ১৩ জুন লন্ডন সফরকালে ডরচেস্টার হোটেলে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের একান্তে বৈঠক হয়েছিল। তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সেই বৈঠকে দেশের রাজনৈতিক সংস্কার নিয়ে যৌথ বিবৃতি দিয়েছিলেন তারা। তবে এবার নিজ দেশে এবং দলীয় প্রধান হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় গুরুত্বপূর্ণ সংস্কার তথা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের প্রশ্নে গণভোট আয়োজনের কথা রয়েছে। এই সন্ধিক্ষণে দুই শীর্ষ নেতার সাক্ষাৎ রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
আপনার জন্য পরবর্তী সেবা:

সর্বাধিক পঠিত

নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে : পিস্তল ও ৮০০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৪

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

আপডেট: ০৩:০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার প্রক্রিয়া এবং আগামী ১২ ফেব্রুয়ারি ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। এছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নির্বাচনকালীন গণভোটের বিষয়টিও আলোচনায় বিশেষ প্রাধান্য পেতে পারে।

বিএনপির শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের পর এটিই প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। এরপর গত ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণের পর, ৯ জানুয়ারি জাতীয় স্থায়ী কমিটির সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
এর আগে গত বছরের ১৩ জুন লন্ডন সফরকালে ডরচেস্টার হোটেলে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের একান্তে বৈঠক হয়েছিল। তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সেই বৈঠকে দেশের রাজনৈতিক সংস্কার নিয়ে যৌথ বিবৃতি দিয়েছিলেন তারা। তবে এবার নিজ দেশে এবং দলীয় প্রধান হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় গুরুত্বপূর্ণ সংস্কার তথা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের প্রশ্নে গণভোট আয়োজনের কথা রয়েছে। এই সন্ধিক্ষণে দুই শীর্ষ নেতার সাক্ষাৎ রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
আপনার জন্য পরবর্তী সেবা: