০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

যশোরে মেয়ের বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে কুড়াল দিয়ে কোপাল প্রতিবেশী

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৫১০

স্টাফ রিপোর্টার, যশোর তুচ্ছ ঘটনার জেরে যশোরে এক সাবেক সেনা কর্মকর্তাকে কুপিয়ে নৃশংসভাবে জখম করার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে যশোর শহরের পালবাড়ি মোড় সংলগ্ন তাকওয়া মসজিদ গলিতে এই ঘটনা ঘটে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট তরিকুল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি তরিকুল ইসলামের মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। এই বিয়েতে প্রতিবেশী ইয়ামিনকে (৩০) দাওয়াত না দেওয়ায় তিনি আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে ইয়ামিন তরিকুলের বাড়িতে গিয়ে এই বিষয়ে তর্কে জড়ান। কথা কাটাকাটির একপর্যায়ে ইয়ামিন হাতের কাছে থাকা কুড়াল দিয়ে তরিকুলের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন।
তরিকুল রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ইয়ামিন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তরিকুলের শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার অবস্থা বর্তমানে সংকটাপন্ন।
যশোর কোতোয়ালি থানা পুলিশ খবর পেয়ে দ্রুত হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ইয়ামিনকে আইনের আওতায় আনতে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত

নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে : পিস্তল ও ৮০০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৪

যশোরে মেয়ের বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে কুড়াল দিয়ে কোপাল প্রতিবেশী

আপডেট: ০৯:৩৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

স্টাফ রিপোর্টার, যশোর তুচ্ছ ঘটনার জেরে যশোরে এক সাবেক সেনা কর্মকর্তাকে কুপিয়ে নৃশংসভাবে জখম করার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে যশোর শহরের পালবাড়ি মোড় সংলগ্ন তাকওয়া মসজিদ গলিতে এই ঘটনা ঘটে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট তরিকুল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি তরিকুল ইসলামের মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। এই বিয়েতে প্রতিবেশী ইয়ামিনকে (৩০) দাওয়াত না দেওয়ায় তিনি আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে ইয়ামিন তরিকুলের বাড়িতে গিয়ে এই বিষয়ে তর্কে জড়ান। কথা কাটাকাটির একপর্যায়ে ইয়ামিন হাতের কাছে থাকা কুড়াল দিয়ে তরিকুলের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন।
তরিকুল রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ইয়ামিন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তরিকুলের শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার অবস্থা বর্তমানে সংকটাপন্ন।
যশোর কোতোয়ালি থানা পুলিশ খবর পেয়ে দ্রুত হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ইয়ামিনকে আইনের আওতায় আনতে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।