০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

পূর্বাচলে অবৈধ প্লট বরাদ্দ মামলা: ২ ফেব্রুয়ারি শেখ হাসিনাসহ ১৭ জনের রায়

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৫১৫

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে জালিয়াতির মাধ্যমে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। আগামী ২ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করবেন।
মঙ্গলবার দুপুরে মামলার যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত রায়ের এই তারিখ নির্ধারণ করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম জানান, এই মামলায় কারাবন্দি একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে আদালতে হাজির করা হলেও শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ বাকি ১৬ আসামি পলাতক রয়েছেন। পলাতক থাকায় তারা আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ পাননি।
মামলায় শেখ হাসিনা ছাড়াও উল্লেখযোগ্য আসামিরা হলেন:
* শেখ পরিবারের সদস্য: টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক।
* উচ্চপদস্থ কর্মকর্তা: সাবেক গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন এবং রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা।
* অন্যান্য: রাজউকের সাবেক সদস্য ও পরিচালক পর্যায়ের একাধিক কর্মকর্তা এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।
অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে নিয়মবহির্ভূতভাবে রাজউকের পূর্বাচল প্রকল্পে এসব মূল্যবান সরকারি প্লট বরাদ্দ নেওয়া হয়েছিল।
এদিকে একই আদালতে শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ১৮ জনের বিরুদ্ধে থাকা অপর একটি মামলার কার্যক্রমও চলছে। সেই মামলায় যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য আদালত আগামী ১৮ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মামলার বিচারিক কার্যক্রম গতি পেয়েছে।

সর্বাধিক পঠিত

নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে : পিস্তল ও ৮০০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৪

পূর্বাচলে অবৈধ প্লট বরাদ্দ মামলা: ২ ফেব্রুয়ারি শেখ হাসিনাসহ ১৭ জনের রায়

আপডেট: ০৩:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে জালিয়াতির মাধ্যমে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। আগামী ২ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করবেন।
মঙ্গলবার দুপুরে মামলার যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত রায়ের এই তারিখ নির্ধারণ করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম জানান, এই মামলায় কারাবন্দি একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে আদালতে হাজির করা হলেও শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ বাকি ১৬ আসামি পলাতক রয়েছেন। পলাতক থাকায় তারা আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ পাননি।
মামলায় শেখ হাসিনা ছাড়াও উল্লেখযোগ্য আসামিরা হলেন:
* শেখ পরিবারের সদস্য: টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক।
* উচ্চপদস্থ কর্মকর্তা: সাবেক গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন এবং রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা।
* অন্যান্য: রাজউকের সাবেক সদস্য ও পরিচালক পর্যায়ের একাধিক কর্মকর্তা এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।
অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে নিয়মবহির্ভূতভাবে রাজউকের পূর্বাচল প্রকল্পে এসব মূল্যবান সরকারি প্লট বরাদ্দ নেওয়া হয়েছিল।
এদিকে একই আদালতে শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ১৮ জনের বিরুদ্ধে থাকা অপর একটি মামলার কার্যক্রমও চলছে। সেই মামলায় যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য আদালত আগামী ১৮ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মামলার বিচারিক কার্যক্রম গতি পেয়েছে।