০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

যশোরে নেশার টাকা না পেয়ে মাকে জখমের চেষ্টা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৫১০

মাদকের টাকার জন্য জন্মদাত্রী মায়ের ওপর নৃশংস হামলার অভিযোগে রাতুল মোড়ল (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী মা রাবেয়া বেগম বাদী হয়ে যশোর আদালতে এই মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত রাতুল যশোর সদর উপজেলার কচুয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম মামলাটি গ্রহণ করে আসামি রাতুলকে দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রদান করেন।
মামলার আরজিতে রাবেয়া বেগম উল্লেখ করেন, তার ছেলে রাতুল দীর্ঘদিন ধরে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মরণঘাতী মাদকদ্রব্যে আসক্ত। পরিবারের পক্ষ থেকে তাকে বারবার নেশা ছাড়তে অনুরোধ করা হলেও সে কর্ণপাত করে না। উল্টো প্রতিবাদ করলে সে ক্ষিপ্ত হয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং বাড়ির জিনিসপত্র চুরি করে বিক্রি করে দেয়। বাধা দিতে গেলে সে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।
গত ৯ জানুয়ারি বিকেলে রাতুল তার মায়ের কাছে নেশার সামগ্রী কেনার জন্য ২ হাজার টাকা দাবি করে। মা টাকা দিতে অস্বীকার করলে রাতুল বেপরোয়া হয়ে ওঠে। একপর্যায়ে সে তার মাকে মারধর করে মাটিতে ফেলে দেয় এবং একটি ধারালো চাকু দিয়ে জখম করার চেষ্টা চালায়।
রাবেয়া বেগমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি দৌড়ে অন্য ঘরে গিয়ে আত্মরক্ষা করেন। এরপর রাতুল ঘরের আলমারি ভেঙে নগদ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। চলে যাওয়ার সময় সে তার মাকে হুমকি দিয়ে বলে, পরবর্তীতে টাকা না দিলে তাকে খুন করে ফেলা হবে।
আইনি পদক্ষেপ
সন্তানের এমন বেপরোয়া ও সহিংস আচরণে জীবনের নিরাপত্তা চেয়ে নিরুপায় মা রাবেয়া বেগম শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। স্বজনদের সাথে পরামর্শ করে তিনি আদালতে পিটিশন দাখিল করেন। আদালত বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে আসামির বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
একনজরে ঘটনা:
* অভিযুক্ত: রাতুল মোড়ল (১৯)
* বাদী: মা রাবেয়া বেগম
* স্থান: কচুয়া গ্রাম, যশোর সদর
* অভিযোগ: মারপিট, হত্যার চেষ্টা, চুরি ও মাদকাসক্তি
* আদালতের নির্দেশ: গ্রেফতারি পরোয়ানা জারি

সর্বাধিক পঠিত

নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে : পিস্তল ও ৮০০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৪

যশোরে নেশার টাকা না পেয়ে মাকে জখমের চেষ্টা

আপডেট: ০৭:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

মাদকের টাকার জন্য জন্মদাত্রী মায়ের ওপর নৃশংস হামলার অভিযোগে রাতুল মোড়ল (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী মা রাবেয়া বেগম বাদী হয়ে যশোর আদালতে এই মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত রাতুল যশোর সদর উপজেলার কচুয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম মামলাটি গ্রহণ করে আসামি রাতুলকে দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রদান করেন।
মামলার আরজিতে রাবেয়া বেগম উল্লেখ করেন, তার ছেলে রাতুল দীর্ঘদিন ধরে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মরণঘাতী মাদকদ্রব্যে আসক্ত। পরিবারের পক্ষ থেকে তাকে বারবার নেশা ছাড়তে অনুরোধ করা হলেও সে কর্ণপাত করে না। উল্টো প্রতিবাদ করলে সে ক্ষিপ্ত হয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং বাড়ির জিনিসপত্র চুরি করে বিক্রি করে দেয়। বাধা দিতে গেলে সে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।
গত ৯ জানুয়ারি বিকেলে রাতুল তার মায়ের কাছে নেশার সামগ্রী কেনার জন্য ২ হাজার টাকা দাবি করে। মা টাকা দিতে অস্বীকার করলে রাতুল বেপরোয়া হয়ে ওঠে। একপর্যায়ে সে তার মাকে মারধর করে মাটিতে ফেলে দেয় এবং একটি ধারালো চাকু দিয়ে জখম করার চেষ্টা চালায়।
রাবেয়া বেগমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি দৌড়ে অন্য ঘরে গিয়ে আত্মরক্ষা করেন। এরপর রাতুল ঘরের আলমারি ভেঙে নগদ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। চলে যাওয়ার সময় সে তার মাকে হুমকি দিয়ে বলে, পরবর্তীতে টাকা না দিলে তাকে খুন করে ফেলা হবে।
আইনি পদক্ষেপ
সন্তানের এমন বেপরোয়া ও সহিংস আচরণে জীবনের নিরাপত্তা চেয়ে নিরুপায় মা রাবেয়া বেগম শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। স্বজনদের সাথে পরামর্শ করে তিনি আদালতে পিটিশন দাখিল করেন। আদালত বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে আসামির বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
একনজরে ঘটনা:
* অভিযুক্ত: রাতুল মোড়ল (১৯)
* বাদী: মা রাবেয়া বেগম
* স্থান: কচুয়া গ্রাম, যশোর সদর
* অভিযোগ: মারপিট, হত্যার চেষ্টা, চুরি ও মাদকাসক্তি
* আদালতের নির্দেশ: গ্রেফতারি পরোয়ানা জারি