যশোরের ঝিকরগাছা উপজেলায় অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও বিধবা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় ঝিকরগাছা পৌর সদরের হাসপাতাল রোড সংলগ্ন নাহার এলপিজি অ্যান্ড ফিলিং স্টেশন প্রাঙ্গণে এ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মোছাঃ রনী খাতুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট মূলত সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। পাঁচশত শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ সরকারের কল্যাণমূলক কাজেরই একটি অংশ। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ সম্মিলিতভাবে এগিয়ে এলে সমাজের বিদ্যমান সমস্যাগুলো অনেকটাই দূর করা সম্ভব।”
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব ও গুলশান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম (পিআইডি)। তিনি সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও সামাজিক দায়বদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য।
বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ঝিকরগাছা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ আশরাফুল আলমের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক দেবাংশু বিশ্বাস, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজালাল আলম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, উপজেলা সাধারণ সম্পাদক মোঃ শামছুর রহমান, পৌর শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সদস্য সিরাজুল ইসলাম, সাংবাদিক ও কাজী কেএম ইদ্রিস আলী, সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীরা এ মানবিক সহায়তার জন্য বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
শিরোনাম:
ঝিকরগাছায় ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করল বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৬:৪৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- ৫১০
সর্বাধিক পঠিত





















