০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

যশোরে শ্মশান থেকে ফেরার পথে কিশোর গ্যাংয়ের হামলা: যুবক রক্তাক্ত জখম

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৫১২

যশোর শহরের নীলগঞ্জ এলাকায় শ্মশান থেকে ফেরার পথে এক যুবককে এলোপাতাড়ি পিটিয়ে ও মাথায় লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেছে একদল কিশোর। রোববার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে নীলগঞ্জ ব্রিজের নিকটবর্তী এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত ওই যুবকের নাম রাহুল বিশ্বাস (৩২)। তিনি শহরের মনিহার তলাতলা এলাকার শচিন বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।:
হাসপাতালে চিকিৎসাধীন রাহুল বিশ্বাস জানান, রোববার রাতে তিনি নীলগঞ্জ মহাশ্মশানে তাঁর পরলোকগত নানীর সমাধিস্থলে আগরবাতি ও মোমবাতি প্রজ্বলন করতে গিয়েছিলেন। ধর্মীয় কাজ শেষে শ্মশান থেকে বের হয়ে নীলগঞ্জ ব্রিজের কাছাকাছি পৌঁছালে ১৫ থেকে ২০ বছর বয়সী অজ্ঞাতনামা ৭-৮ জন কিশোর তাঁর পথরোধ করে। তারা রাহুলের কাছে সেখানে যাওয়ার কারণ জানতে চেয়ে অহেতুক বাগবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে কিশোরের দলটি তাঁর ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি মারপিট শুরু করে। হামলার একপর্যায়ে এক কিশোর কাঠের লাঠি দিয়ে রাহুলের মাথায় সজোরে আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
হামলার পর আহত রাহুল নিজেই কোনোমতে ঘটনাস্থল থেকে যশোর জেনারেল হাসপাতালে গিয়ে পৌঁছান। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, রাহুলের মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং সেখানে কয়েকটি সেলাই লেগেছে। এছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।:
এ বিষয়ে স্থানীয়দের ধারণা, হামলাকারীরা ওই এলাকার তথাকথিত ‘কিশোর গ্যাং’-এর সদস্য। এলাকায় তাদের উৎপাত দিন দিন বাড়ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত

নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে : পিস্তল ও ৮০০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৪

যশোরে শ্মশান থেকে ফেরার পথে কিশোর গ্যাংয়ের হামলা: যুবক রক্তাক্ত জখম

আপডেট: ০১:১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

যশোর শহরের নীলগঞ্জ এলাকায় শ্মশান থেকে ফেরার পথে এক যুবককে এলোপাতাড়ি পিটিয়ে ও মাথায় লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেছে একদল কিশোর। রোববার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে নীলগঞ্জ ব্রিজের নিকটবর্তী এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত ওই যুবকের নাম রাহুল বিশ্বাস (৩২)। তিনি শহরের মনিহার তলাতলা এলাকার শচিন বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।:
হাসপাতালে চিকিৎসাধীন রাহুল বিশ্বাস জানান, রোববার রাতে তিনি নীলগঞ্জ মহাশ্মশানে তাঁর পরলোকগত নানীর সমাধিস্থলে আগরবাতি ও মোমবাতি প্রজ্বলন করতে গিয়েছিলেন। ধর্মীয় কাজ শেষে শ্মশান থেকে বের হয়ে নীলগঞ্জ ব্রিজের কাছাকাছি পৌঁছালে ১৫ থেকে ২০ বছর বয়সী অজ্ঞাতনামা ৭-৮ জন কিশোর তাঁর পথরোধ করে। তারা রাহুলের কাছে সেখানে যাওয়ার কারণ জানতে চেয়ে অহেতুক বাগবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে কিশোরের দলটি তাঁর ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি মারপিট শুরু করে। হামলার একপর্যায়ে এক কিশোর কাঠের লাঠি দিয়ে রাহুলের মাথায় সজোরে আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
হামলার পর আহত রাহুল নিজেই কোনোমতে ঘটনাস্থল থেকে যশোর জেনারেল হাসপাতালে গিয়ে পৌঁছান। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, রাহুলের মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং সেখানে কয়েকটি সেলাই লেগেছে। এছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।:
এ বিষয়ে স্থানীয়দের ধারণা, হামলাকারীরা ওই এলাকার তথাকথিত ‘কিশোর গ্যাং’-এর সদস্য। এলাকায় তাদের উৎপাত দিন দিন বাড়ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।