বেনাপোল প্রতিনিধি | আলমগীর হোসেন যশোরের শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর কাগজপুকুর গ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে স্থানীয় বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
প্রধান অতিথির উপস্থিতি: উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৮৫/১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
বক্তব্য ও কর্মসূচি: অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক। এই আপোষহীন নেত্রীর সুস্বাস্থ্য আজ সমগ্র দেশবাসীর প্রার্থনা।”
১নং ওয়ার্ডের উত্তর কাগজপুকুর গ্রামের এই আয়োজনে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সমাপ্তি: মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ।
০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
শিরোনাম:
বেনাপোলের ১নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
-
নিউজ ডেস্ক - আপডেট: ১২:৩৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- ৫১৪
সর্বাধিক পঠিত





















