নিজস্ব প্রতিবেদক, যশোর যশোরের শার্শা উপজেলার গোগা ও রুদ্রপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (১২ জানুয়ারি) সকালে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই মাদক জব্দের বিষয়টি নিশ্চিত করেছে।
অভিযানের বিবরণ: বিজিবি সূত্র জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান দমনে নিয়মিত টহলের অংশ হিসেবে গত রোববার রাতে রুদ্রপুর ও গোগা বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় অবস্থান নেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দুটি বস্তা ফেলে অন্ধকারের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত ওই বস্তাগুলো তল্লাশি করে ৫২ বোতল ‘উইনসেরেক্স’ (WINCEREX) এবং ৫০ বোতল ‘এস্কাফ’ (ESKUF) সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবির বক্তব্য: এ বিষয়ে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবি বর্তমানে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। তি্নি আরও বলেন:
> ্দে্শের যুবসমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করতে সীমান্তে গোয়েন্দা নজরদারি এবং টহল কয়েকগুণ বাড়ানো হয়েছে। পাচারকারীদের ধরতে বিজিবির এই চিরুনি অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।”
বর্তমান অবস্থা: উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছে। প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সেগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।





















