০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

ষড়যন্ত্র করে লাভ নেই, নির্বাচন হবেই : দুদু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৫০

অভিযোগ করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপিকে বাধা দেওয়া ও তারেক রহমানকে দেশ পরিচালনা থেকে বিরত রাখতে গভীর ষড়যন্ত্র চলছে। তবে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

দুদু অভিযোগ করে বলেন, নির্বাচনকে ব্যাহত করার উদ্দেশ্যে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করা হয়েছে এবং নুরুল হক নূরের ওপর হামলা চালানো হয়েছে। তিনি সতর্ক করে বলেন, যারা ষড়যন্ত্র করছে তাদের বেশি বাড়াবাড়ি না করাই ভালো, নাহলে সামনে বড় বিপদ আসবে।

শেখ পরিবারের সমালোচনা করে তিনি বলেন, লুটপাট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ও হয়েছিল, তবে তাঁর দুই মেয়ের সময়ে সেই লুটপাট অনেক গুণ বেড়েছে।

আগামীতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দুদু বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নচেত এগুলো হারিয়ে যাবে।”

সর্বাধিক পঠিত

বেনাপোল সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ

ষড়যন্ত্র করে লাভ নেই, নির্বাচন হবেই : দুদু

আপডেট: ০৪:১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

অভিযোগ করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপিকে বাধা দেওয়া ও তারেক রহমানকে দেশ পরিচালনা থেকে বিরত রাখতে গভীর ষড়যন্ত্র চলছে। তবে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

দুদু অভিযোগ করে বলেন, নির্বাচনকে ব্যাহত করার উদ্দেশ্যে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করা হয়েছে এবং নুরুল হক নূরের ওপর হামলা চালানো হয়েছে। তিনি সতর্ক করে বলেন, যারা ষড়যন্ত্র করছে তাদের বেশি বাড়াবাড়ি না করাই ভালো, নাহলে সামনে বড় বিপদ আসবে।

শেখ পরিবারের সমালোচনা করে তিনি বলেন, লুটপাট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ও হয়েছিল, তবে তাঁর দুই মেয়ের সময়ে সেই লুটপাট অনেক গুণ বেড়েছে।

আগামীতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দুদু বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নচেত এগুলো হারিয়ে যাবে।”