দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। যশোরের অভয়নগরে জ্বালানি কাঠ আনতে গিয়ে নছিমন উল্টে এক চালক এবং ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ প্রাণ হারিয়েছেন।
সোমবার সকালে যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী বাজার এলাকায় শ্যালোইঞ্জিনচালিত নছিমন উল্টে নূর আলী শেখ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বাঘুটিয়া দক্ষিণপাড়া এলাকার মাসুম শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে নূর আলী নিজের নছিমন নিয়ে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যাচ্ছিলেন। সিংগাড়ী বাজারের কাছে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মরিয়ম মুনমুন জানান, অতিরিক্ত রক্তক্ষরণ ও মাথায় গুরুতর আঘাতই মৃত্যুর মূল কারণ। অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান জানান, পুলিশ লাশের সুরতহাল সম্পন্ন করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাকিবুল হাসান আজাদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) রাতে নাটিমা-মহেশপুর সড়কের হিদেরগাড়ি মাঠসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাকিবুল নাটিমা বগাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে হিদেরগাড়ি বরফকলের সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
| নূর আলী শেখ | ২৩ বছর | অভয়নগর, যশোর | নছিমন উল্টে মৃত্যু |
| রাকিবুল হাসান আজাদ | ২০ বছর | মহেশপুর, ঝিনাইদহ | মোটরসাইকেল দুর্ঘটনা



























