বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৯২৫) এর উদ্যোগে মাসিক সাধারণ সভা ও শ্রমিকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বন্দরের ১নং শেড সংলগ্ন মিটিং রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুই মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা এবং ৯ জন অবসরপ্রাপ্ত সাধারণ শ্রমিককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
আর্থিক সহায়তা ও সংবর্ধনা: ইউনিয়নের পক্ষ থেকে মৃত শ্রমিক সামছুর রহমান ও আইয়ুবের পরিবারের হাতে ১ লক্ষ টাকা (জনপ্রতি ৫০ হাজার) তুলে দেওয়া হয়। এছাড়া বয়সজনিত কারণে অবসরে যাওয়া ৯ জন সাধারণ শ্রমিককে ২০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকা প্রদান করা হয়। অবসর নেওয়া শ্রমিকরা হলেন— বাবু মিয়া, মনিরুল, ইস্রাফিল, সামাদ, মাহাবুর, আব্দুল কাদের, মোজাফফার, আমিন ও সজল।
এর আগে এই ইউনিয়নে বিদায়বেলায় এমন আর্থিক সম্মাননার নজির না থাকায় সাধারণ শ্রমিকদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। বিদায়ী শ্রমিকরা হাসিমুখে তাদের দীর্ঘদিনের কর্মস্থল থেকে বিদায় নেন।
সাধারণ সম্পাদকের বক্তব্য ও রাজনৈতিক আহ্বান: অনুষ্ঠানে ৯২৫ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী তার বক্তব্যে বলেন, “তারেক রহমান দেশের নেতৃত্বের হাল ধরায় বিশ্বনেতারা তাকে অভিনন্দন জানাচ্ছেন। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে এই বন্দরের শ্রমিকদের ভাগ্যোন্নয়ন হবে।” তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, ভবিষ্যতে কোনো শ্রমিক মৃত্যুবরণ করলে তার পরিবারকে এক লক্ষ টাকা প্রদান করা হবে এবং সাধারণ শ্রমিকদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও উন্নত কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
এ সময় তিনি শার্শা-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের হাতকে শক্তিশালী করতে এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য শ্রমিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
উপস্থিত নেতৃবৃন্দ: ৯২৫ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৯১ ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ও জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ সবুজ হোসেন, প্রচার সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক আবুল কাশেম, বন্দর বিষয়ক সম্পাদক আব্বাস আলী, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান, রায়হানুজ্জামান দিপু, ইছাহক মেম্বার, জুলু মেম্বার, লিঙ্কন মেম্বার এবং লেবার সরদার হাসেম আলীসহ কয়েক শতাধিক সাধারণ শ্রমিক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ড. ইদ্রিস আলী
১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
শিরোনাম:
বেনাপোল স্থলবন্দর ৯২৫ শ্রমিক ইউনিয়নে মৃত ও অবসরপ্রাপ্ত শ্রমিকদের বিদায় সংবর্ধনা
-
নিউজ ডেস্ক - আপডেট: ০২:২২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- ৫১৪
সর্বাধিক পঠিত



























