১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

জীবননগরে সেনা হেফাজতে পৌর বিএনপি নেতার মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৫১১

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে থাকাকালীন জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫০) মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের পরিবার একে ‘নির্যাতনে মৃত্যু’ বলে দাবি করলেও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।: পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সেনাক্যাম্পের একটি দল জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ডাবলুকে আটক করে। পরে তাকে পাশের একটি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। আটকের প্রায় দেড় ঘণ্টা পর রাত ১২টার দিকে স্বজনরা তার মৃত্যুর সংবাদ পান।
সেনাবাহিনীর বক্তব্য: সেনা কর্তৃপক্ষের দাবি, নিয়মিত অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে ডাবলুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ চলাকালীন তিনি হঠাৎ অসুস্থ বোধ করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযানকালে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধারের দাবিও করেছে সেনাবাহিনী।
পরিবার ও বিএনপির অভিযোগ: নিহতের ভাই শরিফুল ইসলাম কাজল অভিযোগ করেন, তার ভাইকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “অভিযানের নামে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। ডাবলুর মৃত্যু শারীরিক নির্যাতনের কারণেই হয়েছে।”
বর্তমান পরিস্থিতি: মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমীনের উপস্থিতিতে মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।
এই ঘটনার পর থেকে জীবননগর এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বাধিক পঠিত

নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে : পিস্তল ও ৮০০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৪

জীবননগরে সেনা হেফাজতে পৌর বিএনপি নেতার মৃত্যু

আপডেট: ০২:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে থাকাকালীন জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫০) মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের পরিবার একে ‘নির্যাতনে মৃত্যু’ বলে দাবি করলেও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।: পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সেনাক্যাম্পের একটি দল জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ডাবলুকে আটক করে। পরে তাকে পাশের একটি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। আটকের প্রায় দেড় ঘণ্টা পর রাত ১২টার দিকে স্বজনরা তার মৃত্যুর সংবাদ পান।
সেনাবাহিনীর বক্তব্য: সেনা কর্তৃপক্ষের দাবি, নিয়মিত অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে ডাবলুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ চলাকালীন তিনি হঠাৎ অসুস্থ বোধ করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযানকালে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধারের দাবিও করেছে সেনাবাহিনী।
পরিবার ও বিএনপির অভিযোগ: নিহতের ভাই শরিফুল ইসলাম কাজল অভিযোগ করেন, তার ভাইকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “অভিযানের নামে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। ডাবলুর মৃত্যু শারীরিক নির্যাতনের কারণেই হয়েছে।”
বর্তমান পরিস্থিতি: মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমীনের উপস্থিতিতে মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।
এই ঘটনার পর থেকে জীবননগর এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।