০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

মণিরামপুরে ছয় বছরে শিশুকে ধর্ষণচেষ্টা:৭৫ বছর বয়সী বৃদ্ধ গ্রেফতার,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৫১৪

(যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসেন আলী (৭৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। উপজেলার মাহমুদকাটি গ্রামে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। অভিযুক্ত হোসেন আলী ওই গ্রামের মৃত আলতাফ আলীর ছেলে। এ ঘটনায় মণিরামপুর থানায় একটি মামলা দায়েরের পর বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুর তিনটার দিকে ওই শিশুটি টেংরামারী বাজারে পান কিনতে গিয়েছিল। এ সময় প্রতিবেশী দাদা সম্পর্কের হোসেন আলী শিশুটিকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণচেষ্টা চালানো হলে শিশুটি চিৎকার শুরু করে। পরে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ছেড়ে দিলে সে কাঁদতে কাঁদতে বাড়িতে ফেরে।

শিশুটির হাতে টাকা দেখে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে পুরো ঘটনাটি খুলে বলে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানান। পরবর্তীতে ওই শিশুর মা বাদী হয়ে মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও খেদাপাড়া পুলিশ ক্যাম্পের এসআই খাঁন শাহাবুর রহমান জানান:
“অভিযোগ পাওয়ার পরপরই গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে হোসেন আলীকে আটক করা হয়। বুধবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
>
পুলিশ আরও জানিয়েছে, মামলাটির তদন্ত কাজ বর্তমানে চলমান রয়েছে।

সর্বাধিক পঠিত

নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে : পিস্তল ও ৮০০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৪

মণিরামপুরে ছয় বছরে শিশুকে ধর্ষণচেষ্টা:৭৫ বছর বয়সী বৃদ্ধ গ্রেফতার,

আপডেট: ০৮:২০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

(যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসেন আলী (৭৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। উপজেলার মাহমুদকাটি গ্রামে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। অভিযুক্ত হোসেন আলী ওই গ্রামের মৃত আলতাফ আলীর ছেলে। এ ঘটনায় মণিরামপুর থানায় একটি মামলা দায়েরের পর বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুর তিনটার দিকে ওই শিশুটি টেংরামারী বাজারে পান কিনতে গিয়েছিল। এ সময় প্রতিবেশী দাদা সম্পর্কের হোসেন আলী শিশুটিকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণচেষ্টা চালানো হলে শিশুটি চিৎকার শুরু করে। পরে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ছেড়ে দিলে সে কাঁদতে কাঁদতে বাড়িতে ফেরে।

শিশুটির হাতে টাকা দেখে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে পুরো ঘটনাটি খুলে বলে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানান। পরবর্তীতে ওই শিশুর মা বাদী হয়ে মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও খেদাপাড়া পুলিশ ক্যাম্পের এসআই খাঁন শাহাবুর রহমান জানান:
“অভিযোগ পাওয়ার পরপরই গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে হোসেন আলীকে আটক করা হয়। বুধবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
>
পুলিশ আরও জানিয়েছে, মামলাটির তদন্ত কাজ বর্তমানে চলমান রয়েছে।