যশোরে দ্রুতগামী বাসের ধাক্কায় ইজিবাইক থেকে পড়ে প্রতিমা কর্মকার (৪৫) নামের এক নারী যাত্রী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের জগমনপুর এলাকায় সিদ্দিক ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রতিমা কর্মকার বাঘারপাড়া উপজেলার মথুরাপুর গ্রামের স্বপন কর্মকারের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় প্রতিমা কর্মকার ইজিবাইকে করে খাজুরা বাজার থেকে যশোর শহরের দিকে আসছিলেন। ইছালী ইউনিয়নের জগমনপুর এলাকায় পৌঁছালে মাগুরা থেকে আসা একটি অজ্ঞাতনামা বাস ইজিবাইকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় প্রতিমা কর্মকার সড়কের ওপর ছিটকে পড়েন এবং ঘাতক বাসটির চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই বাসটি দ্রুত গতিতে চালিয়ে যশোর শহরের দিকে পালিয়ে যায়।
খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।
যশোর কোতোয়ালি থানার পুলিশ জানায়:
* নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়ার কাজ চলছে।
* ঘাতক বাসটি শনাক্ত ও চালককে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





















