নিচে আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে বিস্তারিত ও পরিপাটি সংবাদ প্রতিবেদন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে (বাঘারপাড়া, অভয়নগর ও যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন) গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. আবুল কালাম গাজীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে তিনি আনুষ্ঠানিকভাবে উক্ত আসনে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলেন।
রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিলের চতুর্থ দিনে (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশন মোট ৭০টি আপিলের শুনানি গ্রহণ করে। এর মধ্যে ৫৩টি আপিল মঞ্জুর করা হয়, যেখানে মো. আবুল কালাম গাজীর আপিলও অন্তর্ভুক্ত ছিল। অপরদিকে ১৭টি আপিল নামঞ্জুর করা হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, মঞ্জুর হওয়া আপিলগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর জেলা রিটার্নিং কর্মকর্তাকে মো. আবুল কালাম গাজীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেইজমেন্ট-২ অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হয়। দুপুরে এক ঘণ্টার বিরতি শেষে বিকেল ৪টা পর্যন্ত শুনানি চলে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এ শুনানি গ্রহণ করেন।
বিষয়ে জানতে চাইলে গণঅধিকার পরিষদের জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও যশোর-৪ আসনের প্রার্থী মো. আবুল কালাম গাজী বলেন,
“প্রার্থিতা ফিরে পেতে আমি মাননীয় হাইকোর্টে আপিল করেছিলাম। মঙ্গলবার মাননীয় হাইকোর্ট আদেশ দেন। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) সেই রায়ের কপি হাতে পেয়েছি।”
উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর যশোর-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আবুল কালাম গাজীসহ মোট ছয়জন প্রার্থী নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে মনোনয়নপত্র গ্রহণে বাধা দেওয়ার অভিযোগ তোলেন।।
০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
শিরোনাম:
যশোর-৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন গণঅধিকার পরিষদের মো. আবুল কালাম গাজী
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:৫৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- ৫১৬
সর্বাধিক পঠিত





















