ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

বেনাপোল ইমিগ্রেশনে রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নিয়ে ব্যাগ পাচারের অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ১০৯৯

দেশের অন্যতম প্রধান স্থলবন্দর বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত রাজস্ব কর্মকর্তা আব্দুল গনির বিরুদ্ধে ভারতীয় যাত্রীদের কাছ থেকে ঘুষ নিয়ে লাগেজ ও ব্যাগে করে নিষিদ্ধ বা শুল্কযোগ্য পণ্য পাচারের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি প্রতিটি ব্যাগ পারাপারের জন্য ১৫ থেকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেনাপোল দিয়ে আসা ভারতফেরত যাত্রীদের ব্যাগ তল্লাশির ক্ষেত্রে এক ধরনের ‘সিলেকটিভ ছাড়’ চলছে। যাত্রীদের কাছ থেকে অর্থ গ্রহণ করে লাগেজ স্ক্যানিং এড়িয়ে তাদের বহনকৃত ব্যাগ নির্বিঘ্নে দেশের ভেতরে প্রবেশ করানোর অভিযোগ ওঠে রাজস্ব কর্মকর্তা আব্দুল গনির বিরুদ্ধে।

একজন ভুক্তভোগী যাত্রী, নাম প্রকাশ না করার শর্তে, বলেন, “আমি কসমেটিকস আর মোবাইল আনছিলাম। স্ক্যানার থেকে সরিয়ে সোজা বের করে দিল, বলল শুধু ২০ হাজার দিবেন। বাধ্য হয়েই দিতে হয়েছে।”

অভিযোগ রয়েছে, এই দুর্নীতির সঙ্গে একটি প্রভাবশালী দালালচক্রও জড়িত যারা প্রতিদিন শত শত ব্যাগ পার করে দিয়ে লক্ষাধিক টাকার অবৈধ লেনদেন করছে।

এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, “আমরা অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়েছি। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সত্যতা প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বাধিক পঠিত

বাগআঁচড়ায় ১০ টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শি*শুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

বেনাপোল ইমিগ্রেশনে রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নিয়ে ব্যাগ পাচারের অভিযোগ

আপডেট: ১১:৫৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

দেশের অন্যতম প্রধান স্থলবন্দর বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত রাজস্ব কর্মকর্তা আব্দুল গনির বিরুদ্ধে ভারতীয় যাত্রীদের কাছ থেকে ঘুষ নিয়ে লাগেজ ও ব্যাগে করে নিষিদ্ধ বা শুল্কযোগ্য পণ্য পাচারের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি প্রতিটি ব্যাগ পারাপারের জন্য ১৫ থেকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেনাপোল দিয়ে আসা ভারতফেরত যাত্রীদের ব্যাগ তল্লাশির ক্ষেত্রে এক ধরনের ‘সিলেকটিভ ছাড়’ চলছে। যাত্রীদের কাছ থেকে অর্থ গ্রহণ করে লাগেজ স্ক্যানিং এড়িয়ে তাদের বহনকৃত ব্যাগ নির্বিঘ্নে দেশের ভেতরে প্রবেশ করানোর অভিযোগ ওঠে রাজস্ব কর্মকর্তা আব্দুল গনির বিরুদ্ধে।

একজন ভুক্তভোগী যাত্রী, নাম প্রকাশ না করার শর্তে, বলেন, “আমি কসমেটিকস আর মোবাইল আনছিলাম। স্ক্যানার থেকে সরিয়ে সোজা বের করে দিল, বলল শুধু ২০ হাজার দিবেন। বাধ্য হয়েই দিতে হয়েছে।”

অভিযোগ রয়েছে, এই দুর্নীতির সঙ্গে একটি প্রভাবশালী দালালচক্রও জড়িত যারা প্রতিদিন শত শত ব্যাগ পার করে দিয়ে লক্ষাধিক টাকার অবৈধ লেনদেন করছে।

এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, “আমরা অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়েছি। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সত্যতা প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”