১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ভারতে গিয়ে ক্রিকেট খেলা এখন অসম্ভব”: সাফ জানালেন আসিফ নজরুল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৫১২

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কড়া অবস্থান ব্যক্ত করেছে বাংলাদেশ। ভারতে বিরাজমান ‘উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি’ এবং ‘বাংলাদেশবিদ্বেষী প্রচারণার’ মুখে সেখানে গিয়ে খেলা কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বাফুফে ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পরিবেশের অভাব: উপদেষ্টা বলেন, “ভারতে গত ১৬ মাস ধরে যে ধরনের বাংলাদেশবিদ্বেষী পরিবেশ তৈরি হয়েছে, তাতে সেখানে ক্রিকেট খেলা অসম্ভব। বিসিসিআই যখন সাম্প্রদায়িক শক্তির চাপে পড়ে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দেয়, তখন আর প্রমাণের কিছু বাকি থাকে না।”
আইসিসি ও ভারতের প্রভাব: তিনি আরও যোগ করেন, “ক্রিকেটের ওপর কারও একক খবরদারি থাকা উচিত নয়। বাজার ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ হতে পারে না।”
বিকল্প ভেন্যু প্রসঙ্গে: আইসিসি ভারতের ভেতরেই ভেন্যু পরিবর্তনের গুঞ্জন তুললেও আসিফ নজরুল তা নাকচ করে দেন। তিনি বলেন, “চেন্নাই বা তিরুবনন্তপুরম তো ভারতেই। আমাদের দাবি পরিষ্কার—ভেন্যু বদলাতে হলে শ্রীলঙ্কা, পাকিস্তান বা আমিরাতে নিতে হবে।”
নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি ইতোমধ্যেই ভারতের বাইরে (বিশেষ করে শ্রীলঙ্কায়) ম্যাচ আয়োজনের জন্য আইসিসিকে চিঠি দিয়েছে। জানা গেছে, আগামী মঙ্গলবারের মধ্যে আইসিসি এই আবেদনের চূড়ান্ত জবাব দিতে পারে। এছাড়া নিরাপত্তা ঘাটতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চিঠিও সংবাদমাধ্যমকে দ্রুত প্রকাশ করা হবে বলে জানান উপদেষ্টা।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বিসিসিআইয়ের পরামর্শে মোস্তাফিজুর রহমানকে রিলিজ দেওয়ার পর থেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে শীতলতা তৈরি হয়। বর্তমান সূচিতে বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা থাকলেও, নিরাপত্তার কারণে সেখানে যেতে নারাজ বাংলাদেশ দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চার সপ্তাহেরও কম সময় বাকি থাকায় এখন পুরো বিশ্বের নজর আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

সর্বাধিক পঠিত

নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে : পিস্তল ও ৮০০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৪

ভারতে গিয়ে ক্রিকেট খেলা এখন অসম্ভব”: সাফ জানালেন আসিফ নজরুল

আপডেট: ০৭:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কড়া অবস্থান ব্যক্ত করেছে বাংলাদেশ। ভারতে বিরাজমান ‘উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি’ এবং ‘বাংলাদেশবিদ্বেষী প্রচারণার’ মুখে সেখানে গিয়ে খেলা কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বাফুফে ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পরিবেশের অভাব: উপদেষ্টা বলেন, “ভারতে গত ১৬ মাস ধরে যে ধরনের বাংলাদেশবিদ্বেষী পরিবেশ তৈরি হয়েছে, তাতে সেখানে ক্রিকেট খেলা অসম্ভব। বিসিসিআই যখন সাম্প্রদায়িক শক্তির চাপে পড়ে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দেয়, তখন আর প্রমাণের কিছু বাকি থাকে না।”
আইসিসি ও ভারতের প্রভাব: তিনি আরও যোগ করেন, “ক্রিকেটের ওপর কারও একক খবরদারি থাকা উচিত নয়। বাজার ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ হতে পারে না।”
বিকল্প ভেন্যু প্রসঙ্গে: আইসিসি ভারতের ভেতরেই ভেন্যু পরিবর্তনের গুঞ্জন তুললেও আসিফ নজরুল তা নাকচ করে দেন। তিনি বলেন, “চেন্নাই বা তিরুবনন্তপুরম তো ভারতেই। আমাদের দাবি পরিষ্কার—ভেন্যু বদলাতে হলে শ্রীলঙ্কা, পাকিস্তান বা আমিরাতে নিতে হবে।”
নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি ইতোমধ্যেই ভারতের বাইরে (বিশেষ করে শ্রীলঙ্কায়) ম্যাচ আয়োজনের জন্য আইসিসিকে চিঠি দিয়েছে। জানা গেছে, আগামী মঙ্গলবারের মধ্যে আইসিসি এই আবেদনের চূড়ান্ত জবাব দিতে পারে। এছাড়া নিরাপত্তা ঘাটতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চিঠিও সংবাদমাধ্যমকে দ্রুত প্রকাশ করা হবে বলে জানান উপদেষ্টা।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বিসিসিআইয়ের পরামর্শে মোস্তাফিজুর রহমানকে রিলিজ দেওয়ার পর থেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে শীতলতা তৈরি হয়। বর্তমান সূচিতে বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা থাকলেও, নিরাপত্তার কারণে সেখানে যেতে নারাজ বাংলাদেশ দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চার সপ্তাহেরও কম সময় বাকি থাকায় এখন পুরো বিশ্বের নজর আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।