১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে ৪ ক্রিকেটার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৫৭৪

নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। ২০২৫-২৬ মৌসুমের জন্য ঘোষিত তালিকায় প্রথমবারের মতো জায়গা পেয়েছেন মুহাম্মাদ আব্বাস, আদিত্য অশোক, জ্যাকারি ফোকস ও মিচেল হে। এই চারজনই সম্প্রতি ‘এ’ দলের হয়ে বাংলাদেশের বিপক্ষে খেলে গেছেন।

এদিকে চুক্তি থেকে বাদ পড়েছেন লেগ স্পিনার ইশ সোধি, বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল ও অলরাউন্ডার জশ ক্লার্কসন। অবসর নিয়েছেন পেসার টিম সাউদি।

চুক্তিতে নেই কেইন উইলিয়ামসন। ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, টিম সেইফার্ট এবং লকি ফার্গুসনও চুক্তিবদ্ধ হননি। নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, এই খেলোয়াড়দের সঙ্গে খণ্ডকালীন চুক্তি নিয়ে আলোচনা চলমান।

চুক্তিতে আসা নতুন মুখের মধ্যে আব্বাস ওয়ানডে অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে গেল মার্চে দুর্দান্ত খেলেছিলেন মিচেল হে। ৭ ছক্কায় ৭৮ বলে ৯৯ রানের ইনিংস খেলেছিলেন এই উইকেটকিপার ব্যাটার।

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্টেও তার ব্যাটে রানের দেখা মিলেছিল। সিলেটে ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তিনি।

সিলেট টেস্টে বল হাতে রহস্যজাল বুনেছিলেন ভারতীয় বংশোদ্ভূত লেগস্পিনার আদিত্য অশোক। একাই ৬ উইকেট শিকার করে কিউইদের জয়ের পথ প্রশস্ত করেছিলেন তিনি।

প্রথমবার চুক্তিতে আসা আরেকজন ২২ বছর বয়সী অলরাউন্ডার জ্যাকারি ফোকস। জাতীয় দলে খেলেছেন ১ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি। ‘এ’ দলের বাংলাদেশ সফরে ওয়ানডেতে ১৪ রান ও ২ উইকেট এবং চারদিনের ক্রিকেটে ৩৯ রানের পাশাপাশি তিনটি উইকেট তুলেছেন তিনি।

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের তালিকা

মোহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস, মিচেল হে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রউর্কে, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, নাথান স্মিথ ও উইল ইয়াং

সর্বাধিক পঠিত

বেনাপোল সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে ৪ ক্রিকেটার

আপডেট: ০৫:৩৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। ২০২৫-২৬ মৌসুমের জন্য ঘোষিত তালিকায় প্রথমবারের মতো জায়গা পেয়েছেন মুহাম্মাদ আব্বাস, আদিত্য অশোক, জ্যাকারি ফোকস ও মিচেল হে। এই চারজনই সম্প্রতি ‘এ’ দলের হয়ে বাংলাদেশের বিপক্ষে খেলে গেছেন।

এদিকে চুক্তি থেকে বাদ পড়েছেন লেগ স্পিনার ইশ সোধি, বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল ও অলরাউন্ডার জশ ক্লার্কসন। অবসর নিয়েছেন পেসার টিম সাউদি।

চুক্তিতে নেই কেইন উইলিয়ামসন। ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, টিম সেইফার্ট এবং লকি ফার্গুসনও চুক্তিবদ্ধ হননি। নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, এই খেলোয়াড়দের সঙ্গে খণ্ডকালীন চুক্তি নিয়ে আলোচনা চলমান।

চুক্তিতে আসা নতুন মুখের মধ্যে আব্বাস ওয়ানডে অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে গেল মার্চে দুর্দান্ত খেলেছিলেন মিচেল হে। ৭ ছক্কায় ৭৮ বলে ৯৯ রানের ইনিংস খেলেছিলেন এই উইকেটকিপার ব্যাটার।

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্টেও তার ব্যাটে রানের দেখা মিলেছিল। সিলেটে ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তিনি।

সিলেট টেস্টে বল হাতে রহস্যজাল বুনেছিলেন ভারতীয় বংশোদ্ভূত লেগস্পিনার আদিত্য অশোক। একাই ৬ উইকেট শিকার করে কিউইদের জয়ের পথ প্রশস্ত করেছিলেন তিনি।

প্রথমবার চুক্তিতে আসা আরেকজন ২২ বছর বয়সী অলরাউন্ডার জ্যাকারি ফোকস। জাতীয় দলে খেলেছেন ১ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি। ‘এ’ দলের বাংলাদেশ সফরে ওয়ানডেতে ১৪ রান ও ২ উইকেট এবং চারদিনের ক্রিকেটে ৩৯ রানের পাশাপাশি তিনটি উইকেট তুলেছেন তিনি।

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের তালিকা

মোহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস, মিচেল হে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রউর্কে, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, নাথান স্মিথ ও উইল ইয়াং