১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

মামলায় জড়িত পুলিশ-র‌্যাব-ডিবি-সিটিটিসি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ৬০১

নিউজ ডেস্কঃ গুমের মামলার ৬৭ শতাংশেরও বেশি ঘটনার সঙ্গে পুলিশ, র‌্যাব, ডিবি ও সিটিটিসি জড়িত। গুমের বেশিরভাগ ঘটনাই আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সংস্থাগুলোর সঙ্গে যুক্ত। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি পদ্ধতিগত চর্চার অংশ। গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বুধবার (৪ জুন) গুম কমিশন তাদের দ্বিতীয় পর‌্যায়ের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়। আজ বৃহস্পতিবার (৫ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রতিবেদনের কিছু অংশ প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, গুম সংক্রান্ত কমিশন কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ৮৩৭টি অভিযোগ গ্রহণ করেছ। তার মধ্যে ১ হাজার ৭৭২টি অভিযোগকে সক্রিয় মামলা হিসেবে কমিশনের ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়। এই সক্রিয় মামলাগুলোর মধ্যে ১ হাজার ৪২৭ জন ভুক্তভোগী জীবিত অবস্থায় ফিরে এসেছেন, আর ৩৪৫ জন এখনো নিখোঁজ। শতাংশের হিসাবে জীবিত অবস্থায় ফিরে এসেছেন ৮১ শতাংশ এবং এখনো নিখোঁজ ১৯ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয় , পুলিশ, র‌্যাব, ডিবি ও সিটিটিসির যৌথ অভিযানগুলো হিসাব করলে এই অনুপাত আরও বেড়ে যায়, যা তাদের কেন্দ্রীয় ভূমিকাকে স্পষ্টভাবে তুলে ধরে। বহুক্ষেত্রে একাধিক রাষ্ট্রীয় সংস্থার যৌথ অভিযান জড়িত থাকায় তদারকি ও জবাবদিহি উভয়ই জটিল হয়ে পড়ে।

সর্বাধিক পঠিত

বেনাপোল সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ

মামলায় জড়িত পুলিশ-র‌্যাব-ডিবি-সিটিটিসি

আপডেট: ০৬:৫১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

নিউজ ডেস্কঃ গুমের মামলার ৬৭ শতাংশেরও বেশি ঘটনার সঙ্গে পুলিশ, র‌্যাব, ডিবি ও সিটিটিসি জড়িত। গুমের বেশিরভাগ ঘটনাই আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সংস্থাগুলোর সঙ্গে যুক্ত। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি পদ্ধতিগত চর্চার অংশ। গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বুধবার (৪ জুন) গুম কমিশন তাদের দ্বিতীয় পর‌্যায়ের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়। আজ বৃহস্পতিবার (৫ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রতিবেদনের কিছু অংশ প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, গুম সংক্রান্ত কমিশন কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ৮৩৭টি অভিযোগ গ্রহণ করেছ। তার মধ্যে ১ হাজার ৭৭২টি অভিযোগকে সক্রিয় মামলা হিসেবে কমিশনের ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়। এই সক্রিয় মামলাগুলোর মধ্যে ১ হাজার ৪২৭ জন ভুক্তভোগী জীবিত অবস্থায় ফিরে এসেছেন, আর ৩৪৫ জন এখনো নিখোঁজ। শতাংশের হিসাবে জীবিত অবস্থায় ফিরে এসেছেন ৮১ শতাংশ এবং এখনো নিখোঁজ ১৯ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয় , পুলিশ, র‌্যাব, ডিবি ও সিটিটিসির যৌথ অভিযানগুলো হিসাব করলে এই অনুপাত আরও বেড়ে যায়, যা তাদের কেন্দ্রীয় ভূমিকাকে স্পষ্টভাবে তুলে ধরে। বহুক্ষেত্রে একাধিক রাষ্ট্রীয় সংস্থার যৌথ অভিযান জড়িত থাকায় তদারকি ও জবাবদিহি উভয়ই জটিল হয়ে পড়ে।