০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

আবারও রাজনীতিতে আসার অলীক স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: গয়েশ্বর চন্দ্র

  • নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯২

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হলেও তাদের চরিত্র বদলায়নি। তারা ভারতে বসে এখনও দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি নবায়ন সদস্য ফরম বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে সন্ত্রাসী জঙ্গি হামলায় চালিয়ে আবারও রাজনীতিতে আসার অলীক স্বপ্ন দেখছে আওয়ামী লীগ। একইসঙ্গে তারা ও তাদের দোসররা বিদেশে বসে দেশের শান্তি-সম্প্রীতি নষ্ট করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যা কখনও দেশের মানুষ হতে দিবে না। একটা দল নিষিদ্ধ হয়েছে তাদের তো গ্রেফতার করা হচ্ছে না। সবাই তো আরাম আয়েশে ঘোরাফেরা করছে।

বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে। কখনোই ভেঙে ফেলা সম্ভব হয়নি। বিগত তথাকথিত নির্বাচনের সময়ও চেষ্টা হয়েছে, একটা ছাড়া দুইটা লোককে তারা সরিয়ে নিতে পারেনি। কারণ, বিএনপির যে রাজনীতি, এটা এ দেশের মানুষের রাজনীতি। সে রাজনীতি কী, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র—এই তিনটি জিনিসের ওপর বিএনপির রাজনীতি, মূল ভিত্তি।

ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদের সঞ্চালনায় বক্তব্য দেন দক্ষিণ কেরানীগঞ্জ স্বেচ্ছাসেবক দল সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক শাহীন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ঈশা খাঁ ও ঢাকা জেলা বিএনপির সদস্য জয়নাল আবেদীনসহ আরো অনেকে।

এর আগে দুপুর কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লী এলাকায় ৩১ দফা দাবিতে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

সর্বাধিক পঠিত

ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধাচরণ: ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের দুই নেতাকে শোকজ করলো কেন্দ্রীয় কমিটি

আবারও রাজনীতিতে আসার অলীক স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: গয়েশ্বর চন্দ্র

আপডেট: ০৯:০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হলেও তাদের চরিত্র বদলায়নি। তারা ভারতে বসে এখনও দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি নবায়ন সদস্য ফরম বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে সন্ত্রাসী জঙ্গি হামলায় চালিয়ে আবারও রাজনীতিতে আসার অলীক স্বপ্ন দেখছে আওয়ামী লীগ। একইসঙ্গে তারা ও তাদের দোসররা বিদেশে বসে দেশের শান্তি-সম্প্রীতি নষ্ট করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যা কখনও দেশের মানুষ হতে দিবে না। একটা দল নিষিদ্ধ হয়েছে তাদের তো গ্রেফতার করা হচ্ছে না। সবাই তো আরাম আয়েশে ঘোরাফেরা করছে।

বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে। কখনোই ভেঙে ফেলা সম্ভব হয়নি। বিগত তথাকথিত নির্বাচনের সময়ও চেষ্টা হয়েছে, একটা ছাড়া দুইটা লোককে তারা সরিয়ে নিতে পারেনি। কারণ, বিএনপির যে রাজনীতি, এটা এ দেশের মানুষের রাজনীতি। সে রাজনীতি কী, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র—এই তিনটি জিনিসের ওপর বিএনপির রাজনীতি, মূল ভিত্তি।

ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদের সঞ্চালনায় বক্তব্য দেন দক্ষিণ কেরানীগঞ্জ স্বেচ্ছাসেবক দল সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক শাহীন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ঈশা খাঁ ও ঢাকা জেলা বিএনপির সদস্য জয়নাল আবেদীনসহ আরো অনেকে।

এর আগে দুপুর কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লী এলাকায় ৩১ দফা দাবিতে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।