০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

কক্সবাজারে যুবদলের দুই নেতা গুলিবিদ্ধ:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৫১৭

কক্সবাজার শহরে দুর্বৃত্তদের গুলিতে যুবদলের দুই নেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের বাইপাস উত্তরণ আবাসিক এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন লারপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪)। তাঁরা দুজনই সক্রিয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
হামলার বিবরণ
জানা গেছে, যুবদলের দুই নেতা মোটরসাইকেলে করে কক্সবাজার শহরের কলাতলী মোড় থেকে বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। বাইপাস সড়কের কাটা পাহাড় এলাকায় পৌঁছালে পেছন থেকে হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহী তাঁদের পিছু নেয়।
একপর্যায়ে হামলাকারীরা কাছাকাছি এসে প্রথম গুলি ছোড়ে, যা লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর তারা এলোপাতাড়ি গুলি করলে দুজনই গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রামে রেফার্ড করেন।
পূর্বশত্রুতার সন্দেহ
স্থানীয়রা জানান, ২০২৩ সালের জানুয়ারিতে গুলিবিদ্ধ সাইফুলের আপন ভাই সাইদুল ও চাচাতো ভাই কায়সারকে ব্যাডমিন্টন খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে হত্যা করা হয়েছিল। নিহতদের প্রতিপক্ষরা এই হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে স্থানীয়রা সন্দেহ করছেন।
কক্সবাজার পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল বলেন, “সাইফুল ও ফারুক সক্রিয়ভাবে যুবদলের রাজনীতিতে জড়িত। যারা এ ঘটনা ঘটিয়েছে, অনতিবিলম্বে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
পুলিশের তৎপরতা
সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন বলেন, “প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সর্বাধিক পঠিত

যশোরের চাঞ্চল্যকর শহীদ হত্যাকাণ্ডের মূল আসামি আলিফ আটক

কক্সবাজারে যুবদলের দুই নেতা গুলিবিদ্ধ:

আপডেট: ০৩:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

কক্সবাজার শহরে দুর্বৃত্তদের গুলিতে যুবদলের দুই নেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের বাইপাস উত্তরণ আবাসিক এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন লারপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪)। তাঁরা দুজনই সক্রিয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
হামলার বিবরণ
জানা গেছে, যুবদলের দুই নেতা মোটরসাইকেলে করে কক্সবাজার শহরের কলাতলী মোড় থেকে বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। বাইপাস সড়কের কাটা পাহাড় এলাকায় পৌঁছালে পেছন থেকে হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহী তাঁদের পিছু নেয়।
একপর্যায়ে হামলাকারীরা কাছাকাছি এসে প্রথম গুলি ছোড়ে, যা লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর তারা এলোপাতাড়ি গুলি করলে দুজনই গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রামে রেফার্ড করেন।
পূর্বশত্রুতার সন্দেহ
স্থানীয়রা জানান, ২০২৩ সালের জানুয়ারিতে গুলিবিদ্ধ সাইফুলের আপন ভাই সাইদুল ও চাচাতো ভাই কায়সারকে ব্যাডমিন্টন খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে হত্যা করা হয়েছিল। নিহতদের প্রতিপক্ষরা এই হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে স্থানীয়রা সন্দেহ করছেন।
কক্সবাজার পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল বলেন, “সাইফুল ও ফারুক সক্রিয়ভাবে যুবদলের রাজনীতিতে জড়িত। যারা এ ঘটনা ঘটিয়েছে, অনতিবিলম্বে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
পুলিশের তৎপরতা
সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন বলেন, “প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।