১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

ঝিকরগাছায় পারিবারিক কলহের জেরে পিতার আঘাতে ছেলে গুরুতর আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৫০৭

যশোরের ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে পারিবারিক কলহের জেরে পিতার হাতে ছেলে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (তারিখ উল্লেখ নেই, তবে ধরে নিচ্ছি সাম্প্রতিক) সকাল আনুমানিক ৯টার দিকে নিশ্চিন্তপুর গ্রামের নিজ বসতবাড়িতে এই ঘটনা ঘটে।
* আহত ব্যক্তির নাম রবিউল ইসলাম (৩৮)।
* তিনি একই গ্রামের বাসিন্দা আব্দুল হক মনুর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে পিতা-পুত্রের মধ্যে তীব্র কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রবিউল ইসলামের পিতা আব্দুল হক মনু ক্ষিপ্ত হয়ে একটি কাঠের বাটাম দিয়ে ছেলের মাথায় সজোরে আঘাত করেন।
গুরুতর জখম ও চিকিৎসা:
* এই আঘাতে রবিউল ইসলামের মাথায় রক্তাক্ত কাটা জখম হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
* ঘটনার পরপরই ভিকটিমের আত্মীয়-স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যান।
* বর্তমানে রবিউল ইসলাম যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন এবং চিকিৎসাধীন আছেন।

সর্বাধিক পঠিত

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিই একমাত্র সক্ষম দল’: যশোরে অনিন্দ্য ইসলাম অমিত

ঝিকরগাছায় পারিবারিক কলহের জেরে পিতার আঘাতে ছেলে গুরুতর আহত

আপডেট: ০৯:২১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

যশোরের ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে পারিবারিক কলহের জেরে পিতার হাতে ছেলে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (তারিখ উল্লেখ নেই, তবে ধরে নিচ্ছি সাম্প্রতিক) সকাল আনুমানিক ৯টার দিকে নিশ্চিন্তপুর গ্রামের নিজ বসতবাড়িতে এই ঘটনা ঘটে।
* আহত ব্যক্তির নাম রবিউল ইসলাম (৩৮)।
* তিনি একই গ্রামের বাসিন্দা আব্দুল হক মনুর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে পিতা-পুত্রের মধ্যে তীব্র কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রবিউল ইসলামের পিতা আব্দুল হক মনু ক্ষিপ্ত হয়ে একটি কাঠের বাটাম দিয়ে ছেলের মাথায় সজোরে আঘাত করেন।
গুরুতর জখম ও চিকিৎসা:
* এই আঘাতে রবিউল ইসলামের মাথায় রক্তাক্ত কাটা জখম হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
* ঘটনার পরপরই ভিকটিমের আত্মীয়-স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যান।
* বর্তমানে রবিউল ইসলাম যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন এবং চিকিৎসাধীন আছেন।