০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

বিশ্ব এইডস দিবস উপলক্ষে যশোর জেনারেল হাসপাতালের বর্ণাঢ্য র‌্যালি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৪২:৪১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৫১২

বিশ্ব এইডস দিবস (World AIDS Day) উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (আজ) সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েতের নেতৃত্বে হাসপাতাল চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
সকাল ৯টা ২০ মিনিটে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালিটি যাত্রা শুরু করে অভ্যন্তরীণ সড়ক প্রদক্ষিণ করে। হাসপাতালের চিকিৎসক, স্টাফ নার্স, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন বিভাগের কর্মচারীসহ প্রায় ৩০ থেকে ৪০ জন এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা HIV/AIDS প্রতিরোধ, নিয়মিত পরীক্ষা এবং সচেতনতার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।
র‌্যালি শুরুর আগে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত এইডস প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত পরীক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন, “HIV–এর ঝুঁকি কমাতে নিরাপদ আচরণ এবং তথ্যভিত্তিক সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।”
তিনি আরও জানান, যশোর জেনারেল হাসপাতাল নিয়মিতভাবে HIV পরীক্ষা, কাউন্সেলিং এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে চলেছে।

সর্বাধিক পঠিত

যশোরে ক্ষতিকর খাদ্যপণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

বিশ্ব এইডস দিবস উপলক্ষে যশোর জেনারেল হাসপাতালের বর্ণাঢ্য র‌্যালি

আপডেট: ০৫:৪২:৪১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

বিশ্ব এইডস দিবস (World AIDS Day) উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (আজ) সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েতের নেতৃত্বে হাসপাতাল চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
সকাল ৯টা ২০ মিনিটে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালিটি যাত্রা শুরু করে অভ্যন্তরীণ সড়ক প্রদক্ষিণ করে। হাসপাতালের চিকিৎসক, স্টাফ নার্স, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন বিভাগের কর্মচারীসহ প্রায় ৩০ থেকে ৪০ জন এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা HIV/AIDS প্রতিরোধ, নিয়মিত পরীক্ষা এবং সচেতনতার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।
র‌্যালি শুরুর আগে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত এইডস প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত পরীক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন, “HIV–এর ঝুঁকি কমাতে নিরাপদ আচরণ এবং তথ্যভিত্তিক সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।”
তিনি আরও জানান, যশোর জেনারেল হাসপাতাল নিয়মিতভাবে HIV পরীক্ষা, কাউন্সেলিং এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে চলেছে।