গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলীয় সূত্রে জানা গেছে। তবে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চললেও চিকিৎসকদের মতে, তিনি এখনো ঝুঁকিমুক্ত নন।
তাঁর এই গুরুতর অসুস্থতার কারণে বিএনপি সোমবার (১ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া তাদের পূর্বঘোষিত ‘বিজয় মশাল রোড শো’ কর্মসূচি স্থগিত করেছে।
নড়াচড়া ও সাড়া দিচ্ছেন চেয়ারপারসন
গতকাল (রবিবার) হাসপাতালের শয্যায় বেগম জিয়া অল্প নড়াচড়া করতে পেরেছেন এবং কথাবার্তায় সাড়াও দিয়েছেন বলে চিকিৎসক সূত্রে জানা যায়। প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া লিভারজনিত জটিলতা, কিডনির কার্যক্ষমতা হ্রাস ও শ্বাসকষ্টসহ একাধিক সমস্যার কারণে বর্তমানে আইসিইউ সমমানের হাইডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন। তাঁর কিডনিতে নিয়মিত ডায়ালাইসিস করা হচ্ছে।
মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন নিশ্চিত করেছেন, খালেদা জিয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে তিনি জানান, কিডনির জটিলতা, শরীরে পানি জমা ও শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত সতর্কতার সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি এখনো স্বাভাবিক খাবার গ্রহণের উপযোগী অবস্থায় পৌঁছাননি।
চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ ফ্লাইট বা পরিবেশগত পরিবর্তন বর্তমানে তাঁর জন্য বড় ঝুঁকি সৃষ্টি করতে পারে। মেডিকেল বোর্ডের লক্ষ্য হলো—দেশে সেরা চিকিৎসা দিয়ে তাঁর অবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া, যাতে তিনি বিমানযাত্রার ধকল সইতে পারেন। তবে তাঁর অবস্থা এখনো বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল হয়নি।
এদিকে, তারেক রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, পরিবারের প্রধান লক্ষ্য তাঁকে বিদেশে নেওয়া এবং এ বিষয়ে তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান সরাসরি তদারকি করছেন।
চেয়ারপারসনের অসুস্থতার গুরুতর অবস্থার কারণে বিএনপি তাদের পূর্বঘোষিত ‘বিজয় মশাল রোড শো’ কর্মসূচি স্থগিত করেছে।
গতকাল দুপুরে নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন। তিনি বলেন, “চেয়ারপারসন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন, এ অবস্থায় কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, এই কর্মসূচি ১ ডিসেম্বর চট্টগ্রামের কালুরঘাট থেকে শুরু হয়ে ১৬ ডিসেম্বর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে মহাসমাবেশের মাধ্যমে শেষ হওয়ার কথা ছিল। বিএনপি নেতারা হাসপাতালে ভিড় না করার জন্য দলীয়ভাবে অনুরোধ করেছেন।
০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি, তবুও ঝুঁকি কাটেনি
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৩:২৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- ৫০৯
সর্বাধিক পঠিত














