ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট তীব্র বৃষ্টিপাত এবং তার জেরে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৪৪০ ছাড়িয়ে গেছে। প্রায় এক সপ্তাহ আগে শুরু হওয়া এই প্রাকৃতিক বিপর্যয়ে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে।
ইন্দোনেশিয়া সরকার জানিয়েছে, এই ঘটনায় এখনও কমপক্ষে ৪০০ জন নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, নিখোঁজদের অনেকেই ভূমিধসের কারণে কাদার নিচে চাপা পড়েছেন
ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, আচেহ, উত্তর সুমাত্রা এবং পশ্চিম সুমাত্রা প্রদেশে বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
এজেন্সির প্রধান সুহারিয়ানতো এএফপিকে উদ্ধৃত করে বলেছেন, কেন্দ্রীয় তাপানুলি এবং সিবোলগা—এই দুটি বিচ্ছিন্ন শহরে পূর্ণ মনোযোগ দিতে হবে। তিনি জানান, আজ সোমবার সিবোলগায় ত্রাণ নিয়ে জাহাজ পৌঁছানোর কথা রয়েছে।
ত্রাণ পৌঁছানো ও লুটপাটের ঘটনা
আকাশ ও সমুদ্রপথে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানো হলেও বেশ কিছু গ্রামে এখনও পর্যন্ত কোনো সাহায্য পৌঁছায়নি।
জানা গেছে, পশ্চিম সুমাত্রার রাজধানী পাডাং থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে সুঙ্গাই নিয়ালো গ্রামে বন্যার জল কমলেও বাড়ি, যানবাহন ও ফসল ঘন ধূসর কাদার নিচে ঢেকে আছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়নি এবং বাইরে থেকে কোনো সহায়তা আসেনি।
ত্রাণের ঘাটতির কারণে সুমাত্রার কিছু এলাকায় মানুষ খাদ্য ও পানির জন্য দোকানে লুটপাট চালাচ্ছে বলেও খবর এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঠানো হয়েছে।
পুলিশ মুখপাত্র ফেরি ওয়ালিংটুকান জানান, লজিস্টিক সাহায্য পৌঁছানোর আগেই অভুক্ত থাকার আশঙ্কায় বাসিন্দারা না জেনে এই কাজ করেছিল।
০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড়-সৃষ্ট ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা ৪৪০ ছাড়ালো, নিখোঁজ ৪০০
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:২৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- ৫০২
সর্বাধিক পঠিত










