যশোর–চৌগাছা সড়কের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অদূরে জগহাটি গ্রামের জোড়াপোল এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহতের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিহতরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলিশা গ্রামের বাসিন্দা। রবিবার (৩০ নভেম্বর) নিহতদের স্বজন আব্দুল মোতালেবের ছেলে আনোয়ারুল আজিম অজ্ঞাত যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব-১১-৮২৯২) চালককে আসামি করে এই মামলাটি করেন।
মামলার এজাহারে আনোয়ারুল আজিম উল্লেখ করেন, তার বড় ভাই অসুস্থ থাকায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। তাকে দেখতে তার মামাতো ভাই ইব্রাহিম (৪০) এবং ফুফাতো ভাই সেলিম একটি মোটরসাইকেলে করে মহেশপুর থেকে যশোরের দিকে আসছিলেন।
শনিবার (২৯ নভেম্বর) রাত আনুমানিক আটটার দিকে তারা জোড়াপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ‘শান্তি পরিবহন’ নামের বাসটি তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে–মুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তবে ধাক্কা দেওয়ার পরই বাসটি দ্রুত গতিতে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুই ভাই ইব্রাহিম ও সেলিমের মৃত্যু হয়।
মরদেহ শনাক্ত ও মামলা
সংবাদ পেয়ে আনোয়ারুল আজিম যশোর জেনারেল হাসপাতালে ছুটে যান এবং তার দুই ভাইয়ের মরদেহ শনাক্ত করেন। এরপর তিনি কোতোয়ালি থানায় গিয়ে অজ্ঞাত বাসচালকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
বর্তমানে বাসের চালক পলাতক রয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
যবিপ্রবির কাছে বাসচাপায় ২ ভাই নিহত: থানায় মামলা দায়ের, পলাতক চালক
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- ৫০৯
সর্বাধিক পঠিত










